Mohammad Hafeez Retirement: মহম্মদ হাফিজ অবসরের পরেই পিসিবি-র বিরুদ্ধে ফাটালেন বোমা

Last Updated:

প্রাক্তন পাকিস্তান (Pakistan) অধিনায়ক মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) সব ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Mohammad Hafeez Retirement) গ্রহণ করলেন৷ অভিজ্ঞ এই ক্রিকেটার ২০০৩ সালে অভিষেক ঘটিয়েছিলেন৷

Mohammad Hafeez retries from international cricket and says his anger against PCB - Photo- AFP
Mohammad Hafeez retries from international cricket and says his anger against PCB - Photo- AFP
#করাচি: প্রাক্তন পাকিস্তান (Pakistan) অধিনায়ক মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) সব ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Mohammad Hafeez Retirement) গ্রহণ করলেন৷ অভিজ্ঞ এই ক্রিকেটার ২০০৩ সালে অভিষেক ঘটিয়েছিলেন৷ পাকিস্তানের জার্সিতে তিনি ৫৫ টি টেস্ট, ২১৮ টি একদিনের ম্যাচ, ১১৯ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন৷ তাঁর রয়েছে ১২,৭৮০ রান এবং ২৫৩ উইকেট৷ নিজের সফল ক্রিকেট কেরিয়ারে মোট ৩২ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ সম্মান পেয়েছেন তিনি৷
পাকিস্তানের হয়ে যা চতুর্থ সেরা পারফরম্যান্স৷ তাঁর আগে রয়েছেন শাহিদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আক্রম (৩৯), ইনজামাম উল হক (৩৩)৷
advertisement
পাকিস্তান ক্রিকেট বোর্ডের  (PCB) পক্ষ থেকে জারি করা বিবৃতিতে মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)  জানিয়েছেন, ‘‘আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটকে গর্ব এবং তৃপ্তির সঙ্গে বিদায় জানাচ্ছি৷ আমি সেই সব পেয়েছি যা আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম৷ আমি আমার সব সতীর্থ ক্রিকেটারদের, অধিনায়কদের, সাপোর্ট স্টাফদের এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যাঁরা আমার কেরিয়ারে সাহায্য করেছেন৷’’ মহম্মদ হাফিজের অবসরে (Mohammad Hafeez Retirement) এই বিবৃতি জানিয়েছেন৷
advertisement
তিনি আরও বলেন, ‘‘আর আমার পরিবার যাঁরা বড় স্বার্থত্যাগ করেছেন এটা নিশ্চিত করতে যে আমি পাকিস্তানের জার্সিতে আমার স্বপ্নপূরণ করছি, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে৷’’
advertisement
পাকিস্তানের জার্সিতে ৩২ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা মহম্মদ হাফিজ আরও বলেছেন, ‘‘আমি দারুণ সৌভাগ্যবান এবং গর্বিত যে আমার কিট নিয়ে আমি ১৮ বছর পাকিস্তান দলের হয়ে খেলেছি৷ আমার দেশ এবং আমার দল আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আমি কষ্ট করে খেলে সবসময়েই দেশের জন্য পারফর্ম করেছি৷’’
advertisement
advertisement
তবে অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় তিনি অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ হাফিজ বলেছেন, তাঁর সবচেয়ে খারাপ লাগে  যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই সব ক্রিকেটারদের সুযোগ দিয়েছে যাঁরা কোন না কোনও সময় ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত৷ যা দেশেকে অসম্মানিত করেছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammad Hafeez Retirement: মহম্মদ হাফিজ অবসরের পরেই পিসিবি-র বিরুদ্ধে ফাটালেন বোমা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement