#করাচি: প্রাক্তন পাকিস্তান (Pakistan) অধিনায়ক মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) সব ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Mohammad Hafeez Retirement) গ্রহণ করলেন৷ অভিজ্ঞ এই ক্রিকেটার ২০০৩ সালে অভিষেক ঘটিয়েছিলেন৷ পাকিস্তানের জার্সিতে তিনি ৫৫ টি টেস্ট, ২১৮ টি একদিনের ম্যাচ, ১১৯ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন৷ তাঁর রয়েছে ১২,৭৮০ রান এবং ২৫৩ উইকেট৷ নিজের সফল ক্রিকেট কেরিয়ারে মোট ৩২ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ সম্মান পেয়েছেন তিনি৷
পাকিস্তানের হয়ে যা চতুর্থ সেরা পারফরম্যান্স৷ তাঁর আগে রয়েছেন শাহিদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আক্রম (৩৯), ইনজামাম উল হক (৩৩)৷
আরও পড়ুন - Job Vacancy: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অধীনে ২৪৯ পদে নিয়োগ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) পক্ষ থেকে জারি করা বিবৃতিতে মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) জানিয়েছেন, ‘‘আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটকে গর্ব এবং তৃপ্তির সঙ্গে বিদায় জানাচ্ছি৷ আমি সেই সব পেয়েছি যা আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম৷ আমি আমার সব সতীর্থ ক্রিকেটারদের, অধিনায়কদের, সাপোর্ট স্টাফদের এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যাঁরা আমার কেরিয়ারে সাহায্য করেছেন৷’’ মহম্মদ হাফিজের অবসরে (Mohammad Hafeez Retirement) এই বিবৃতি জানিয়েছেন৷
Hafeez announces retirement from international cricket More details: https://t.co/RYLJ7gp5Ro pic.twitter.com/8PYAfaJlPW
— Pakistan Cricket (@TheRealPCB) January 3, 2022
তিনি আরও বলেন, ‘‘আর আমার পরিবার যাঁরা বড় স্বার্থত্যাগ করেছেন এটা নিশ্চিত করতে যে আমি পাকিস্তানের জার্সিতে আমার স্বপ্নপূরণ করছি, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে৷’’
আরও পড়ুন - IND vs SA: দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস খতম, রাহুল -অশ্বিনের দৌলতে স্কোর ২০২
পাকিস্তানের জার্সিতে ৩২ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা মহম্মদ হাফিজ আরও বলেছেন, ‘‘আমি দারুণ সৌভাগ্যবান এবং গর্বিত যে আমার কিট নিয়ে আমি ১৮ বছর পাকিস্তান দলের হয়ে খেলেছি৷ আমার দেশ এবং আমার দল আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আমি কষ্ট করে খেলে সবসময়েই দেশের জন্য পারফর্ম করেছি৷’’
My journey of pride representing 🇵🇰 came to an end & i m proudly retiring from international cricket with great satisfaction & joy. Thank u all for 18 years of support. Maintaining highest level of pride & dignity always is my most valuable achievement. Pakistan 🇵🇰 Zindabad
— Mohammad Hafeez (@MHafeez22) January 3, 2022
তবে অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় তিনি অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ হাফিজ বলেছেন, তাঁর সবচেয়ে খারাপ লাগে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই সব ক্রিকেটারদের সুযোগ দিয়েছে যাঁরা কোন না কোনও সময় ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত৷ যা দেশেকে অসম্মানিত করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Pakistan Cricket, PCB