Howrah News: খুদেদের জন্য পঞ্চায়েতের দারুণ উদ্যোগ, বাড়বে বিভিন্ন বিষয়ে আগ্রহ, খুশি ছোটরা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
শিশু বান্ধবগ্রাম! শিশুদের নিয়ে বিশেষ সভা, এই সভার আগাগোড়া শিশুদের চাওয়া পাওয়া।
হাওড়া: শিশু বান্ধব গ্রাম! শিশুদের নিয়ে বিশেষ সভা। এই সভার আগাগোড়া শিশুদের চাওয়া পাওয়া। জানতে চাওয়া হল শিশুদের ইচ্ছা। এতে গ্রামের ছোট শিশুদের মধ্যে দারুণ উৎসাহ ধরা পড়ল। মূলত গ্রামের শিশুদের বিকাশ ঘটাতে এই উদ্যোগ। উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েত-এর উদ্যোগে ২০২৫- ২০২৬ বর্ষের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের নিয়ে শিশু সুরক্ষা, শিশুর শারীরিক, মানসিক বিকাশের অনুকূল পরিবেশ পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই সভা বা সমবেত হওয়ার।
এদিন হাটগাছা ১ অঞ্চলের নির্বাচিত ও প্রশাসনিক আধিকারিক বৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় অনুষ্ঠিত হল ‘শিশু বান্ধব গ্রাম’ বিষয়ক আলোচনা সভা। শিশুদের আগ্রহ বাড়াতে একই সঙ্গে অনুষ্ঠিত হল নানা প্রতিযোগিতা। অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ই ছিল চোখে পড়ার মত। বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও আন্তরিকতা এবং উৎসাহের সঙ্গে শিশুদের অংশগ্রহণ দেখে আধিকারিক বৃন্দ খুবই প্রশংসা করেন।
advertisement
advertisement
গ্রাম পঞ্চায়তের পক্ষ থেকে এইরকম এক অভিনব উদ্যোগ দেখে শিক্ষক শিক্ষিকা, শিশুরাও খুবই উৎসাহ বোধ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “আমাদের বিদ্যালয়ের শিশুরা দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পরিবেশ চর্চার মাধ্যমে বিদ্যালয়ের নাম বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক স্তরে সমাদৃত করেছে।যার ফল স্বরূপ আজকের এই কর্মসূচি।”
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: খুদেদের জন্য পঞ্চায়েতের দারুণ উদ্যোগ, বাড়বে বিভিন্ন বিষয়ে আগ্রহ, খুশি ছোটরা

