Suvendu Adhikari: আর রইল না স্বস্তি! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন FIR-এ কোনও বাধা নেই, বিরাট রায় কলকাতা হাইকোর্টের
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: ২০২১ সাল থেকে যে রক্ষাকবচ পাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, তা প্রত্যাহার করে নেওয়া হল।
কলকাতা: হাইকোর্টে স্বস্তি-অস্বস্তিতে শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে নতুন FIR-এ কোনও বাধা রইল না। আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারী বিরুদ্ধে FIR নয়, এই নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।২০২১ থেকে যে রক্ষাকবচ পাচ্ছিলেন, তা প্রত্যাহার করে নেওয়া হল।
advertisement
advertisement
অর্থাৎ, আদালতের অনুমতি ছাড়া FIR নয় শুভেন্দু অধিকারী বিরুদ্ধে। এই নির্দেশের পরিবর্তন হল। ১৬ FIR-এর মধ্যে ১৫ এফআইআর মামলায় স্বস্তি শুভেন্দুর। কলকাতা হাইকোর্ট শুক্রবার শুভেন্দু অধিকারীর 'রক্ষাকবচ' মামলার রায় ঘোষণা করল। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে এই রায় ঘোষণা হল। তবে, আগের ১৫ FIR-এ মামলাতে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে পদক্ষেপ নয়। এই নির্দেশে স্বস্তিতে শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
advertisement









