Howrah News: কাঠি দিয়ে তৈরি হল হাওড়া ব্রিজ! দেখতে ভিড় জমাচ্ছেন গুচ্ছেক মানুষ

Last Updated:

দীর্ঘ ২৫ দিনের চেষ্টায় শুরু কাঠি দিয়ে তৈরি হাওড়া ব্রিজ।

+
দীর্ঘ

দীর্ঘ ২৫ দিনের চেষ্টায় সরু কাঠি দিয়ে তৈরি হাওড়া ব্রিজের রেপ্লিকা

হাওড়া: কাঠি দিয়ে হাওড়া ব্রিজ তৈরি করে জেলার মানুষকে তাক লাগাচ্ছে প্রত্যন্ত গ্রামের এক শিল্পী! সারা বাংলার মানুষের কাছে আকর্ষণ তো বটেই, এই ঐতিহ্যবাহী ব্রিজ সারা পৃথিবীর মানুষের আকর্ষণে। হাওড়া কলকাতার ল্যান্ডমার্ক এটি। বর্তমানে যে ব্রিজটি আমরা হাওড়া ব্রিজ নামে চিনি সেটি প্রতিষ্ঠা হয়েছিল ৮১ বছর আগে ব্রিটিশদের হাত ধরে। এই ব্রিজের অনুকরণে ছোট্ট একটি ব্রিজ। যেভাবে ধাতু দিয়ে হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে। সেই একই রকম ভাবে সরু কাঠির সাহায্যে ক্ষুদ্র হাওড়া ব্রিজের রেপ্লিকা। উপর থেকে নিচ পর্যন্ত হুবহু হাওড়া ব্রিজ। এখানে রাস্তার ডিভাইডার থেকে সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন শিল্পী। শিল্পী জানিয়েছেন, নিজে হাতে এমন সৃষ্টিতেই মেলে পরম তৃপ্তি। তাই ইচ্ছে খুশি নিজের দক্ষতায় বিভিন্ন জিনিস তৈরি করছেন শিল্পী গোবিন্দ হাজরা। কিছুদিন আগেই কাঠির ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর পর এবার কাঠির হাওড়া ব্রিজ তৈরি।
শিল্পী গোবিন্দ বাবুর বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস অথবা খুব সহজলভ্য জিনিস ব্যবহার করে নানা শিল্পকর্ম। কয়েক বছরে তৈরি সুনন্দন দৃষ্টি আকর্ষণীয় সৌখিন হাতের কাজ। যা পাড়া-প্রতিবেশী আত্মীয় পরিজনের কাছে দারুণ আকর্ষণের। এই সমস্ত জিনিস একটি একটি করে সব মিলিয়ে প্রায় একশত হাতের কাজ তাঁর বাড়িতে রয়েছে। হাতে তৈরি জিনিস নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদর্শনের ডাকও পেয়েছেন।
advertisement
advertisement
এ প্রসঙ্গে শিল্পীগোবিন্দ হাজরা জানান, এবার হাওড়া ব্রিজটি তৈরি করতে প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লেগেছে। নিজের ইচ্ছে মত সহজলভ্য হাতের কাছের সরঞ্জাম দিয়ে তৈরি করার চেষ্টা করি। সেই মতই এই হাওড়া ব্রিজ তৈরি। তিনি আরও বলেন, এই সমস্ত হাতের কাজ শেখানোর ইচ্ছে রয়েছে। তবে এ বিষয়ে বর্তমান সময়ে আগ্রহী ছেলে মেয়েদের অভাব।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: কাঠি দিয়ে তৈরি হল হাওড়া ব্রিজ! দেখতে ভিড় জমাচ্ছেন গুচ্ছেক মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement