Howrah News: খবরের মাঝেই চলল বিরাট ক্রিকেট লিগ, ব্যাট বল হাতে চ্যাম্পিয়ন হল সাংবাদিকদের এই দল
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দারুণ উৎসাহের সঙ্গে দিনরাত ব্যাপী অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগ অনুষ্ঠিত হল।
advertisement
advertisement
এই খেলায় সারা বাংলার বিভিন্ন জেলার ৯ টি দল অংশগ্রহণ করে। কলকাতা স্পোর্টস রিপোর্টার্স একাদশ, আলিপুর প্রেস ক্লাব, পশ্চিম বর্ধমান প্রেস ক্লাব, বারুইপুর প্রেস ক্লাব, পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব, উলুবেড়িয়া প্রেস ক্লাব, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মেদিনীপুর একাদশ ও হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসক্লাব।
advertisement
advertisement
হাওড়া ডিস্ট্রিক প্রেস ক্লাব আয়োজিত 'অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগ ২০২৪ ' ৯ টি দল তিনটি গ্রুপে খেলা। প্রতিটি দল প্রথম পর্যায়ে দুটি করে খেলার সুযোগ পায়। তিনটি গ্রুপে শীর্ষ স্থানে থাকা দল সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বাকি দলগুলি রানরেট ও লটারির মাধ্যমে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
advertisement
advertisement
