Delhi Pollution: বাতাসে বিষ, তা-ও শিক্ষা নেই! দিল্লির রাস্তা গিজ গিজ করছে বাজির বাক্স, ভিডিও দেখে হাহাকার রাজধানীবাসীর

Last Updated:

ভিডিও যিনি তুলেছেন, সেই ব্যক্তিকে দীপাবলি উদযাপনের পর কীভাবে মানুষ যে চারপাশ পরিষ্কার করে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যাচ্ছে।

News18
News18
নয়াদিল্লি: দীপাবলির একদিন পরেই দিল্লির পঞ্জাবি বাগের একটি ব্যস্ত রাস্তা আবর্জনার স্তূপে ঢাকা পড়ে থাকতে দেখা গেল। একটি ভিডিওতে দেখা গিয়েছে শিব মূর্তির সামনে প্লাস্টিকের মোড়ক, পোড়া আতসবাজি এবং তার বাক্স আর ফুলের স্তূপ জমে আছে। এই দৃশ্য দেখে অনলাইনে অনেক মানুষ হতবাক হয়ে গিয়েছেন, তাঁরা প্রশ্ন তুলেছেন, কেন উৎসবের পরে পাবলিক প্লেস নোংরা ফেলে রাখা হয়।
ভিডিও যিনি তুলেছেন, সেই ব্যক্তিকে দীপাবলি উদযাপনের পর কীভাবে মানুষ যে চারপাশ পরিষ্কার করে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যাচ্ছে। তিনি বলেন, রাজধানীর সমস্যা কেবলই দূষণ নয়, বরং পরের দিন অন্য কেউ সব কিছু পরিষ্কার করে দেবে এই বেপরোয়া মনোভাব।
“এই কারণেই আমার আর দীপাবলি পছন্দ হয় না। একেই তো ধোঁয়াশা যথেষ্ট খারাপ এক বিষয়, তার উপরে দীপাবলির ঠিক একদিন পরেই রাস্তার পরিস্থিতিটা দেখুন,” ওই ব্যক্তি বলেন। তিনি আরও বলেন, “ভারতের সমস্যা হল আমরা সব কিছুকে হালকাভাবে নিই। আমরা মনে করি এটি আমাদের উৎসব উদযাপনের অংশ, কেউ না কেউ পরের দিন এসে তো পরিষ্কার করে দেবে বলে যে আমরা যে কোনও কিছু করতে পারি। আমাদের আনন্দের জন্য, আমাদের বিশ্বাসের প্রেক্ষিতে এই কি ন্যায্য কাজ?”
advertisement
advertisement
২১ অক্টোবর, ২০২৫ তারিখে শেয়ার করা ভিডিওটি ২৪ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং উৎসবের সময় নাগরিক সচেতনতা নিয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একমত যে মানুষ দীপাবলি অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করে কিন্তু পরে পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নেয় না।
advertisement
একজন ইউজার মন্তব্য করেছেন, “ভাল কাজ করেছেন ভাই! আমাদের এই বিষয়টির উপর আলোকপাত করা দরকার। আমরা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে আমাদের ঘর পরিষ্কার করি, কিন্তু আমাদের পাড়ার কী হবে? আমি নিশ্চিত মা লক্ষ্মীও এটা দেখছেন… আপনারও কি তাই মনে হয় না?”

 

View this post on Instagram

 

A post shared by The Angry Indian (@theangryindian.in)

advertisement
আরেকজন লিখেছেন, “সত্য। এর প্রতিটি শব্দ সত্য। আকর্ষণ চলে গিয়েছে, আমাদের নাগরিকদের দীপাবলি উদযাপনের বোকামি এবং জঘন্য উপায় সকলের দেখার এবং সহ্য করার বাইরে।”
কেউ কেউ সচেতনতা এবং নাগরিক শৃঙ্খলার অভাবকে দায়ী করেছেন। “বেশিরভাগ ভারতীয়েরই নাগরিক দায়িত্বের জ্ঞান নেই। শিক্ষিত লোকেরা যখন এই ধরনের কাজ করে তখন খারাপ তো লাগেই। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে,” একজন ব্যক্তি লিখেছেন।
advertisement
অন্যরা মনে করেন উৎসবগুলি এখন তাদের আসল অর্থ হারাচ্ছে। “অচেতন মানুষরা আদতে উৎসবটিকেই অসম্মান করছেন, যার একটি সুন্দর অর্থ ছিল, কিন্তু মানুষ এটিকে এক খারাপ নাম দিয়েছে,” অন্য একজন লিখেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Pollution: বাতাসে বিষ, তা-ও শিক্ষা নেই! দিল্লির রাস্তা গিজ গিজ করছে বাজির বাক্স, ভিডিও দেখে হাহাকার রাজধানীবাসীর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement