বিসর্জনের শোভাযাত্রা থেকে এন্তার চকোলেট বোম! প্রতিবাদ করায় দম্পতিকে মারধর, মহিলার শ্লীলতাহানি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে বিসর্জনের শোভাযাত্রায় চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত চলছে.
কলকাতা: বিসর্জনের শোভাযাত্রা থেকে চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে ‘মারধর’। শ্লীলতাহানিরও অভিযোগ। গতকাল বৃহস্পতিবার রাতে গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে ঘটেছে এই ঘটনা। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গতকাল ছিল কালীপুজোর ভাসান। বহু এলাকায় ভাসানের সময় শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল। সেখানেই ছোড়া হচ্ছিল এনতার চকোলেট বোম। তার প্রতিবাদ করাতেই শুরু হয় বিপত্তি। ১৪ বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধরের অভিযোগ। প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকতে চাইলে সিঁড়িতেই মহিলাকে ‘যৌন নিগ্রহ’ করা হয় বলে অভিযোগ। কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে শাসায় দুষ্কৃতীরা। রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করে ছোড়া হয় ইট। শহর কলকাতার বুকে এহেন ভয়ঙ্কর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
advertisement
advertisement
অভিযোগকারীরা জানিয়েছেন, ১০০ ডায়ালে ফোন করে মেলে সাহায্য। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য গেলে সেখানেও শাসায় দুষ্কৃতীরা। মেডিক্যাল পরীক্ষা না করানোর চাপ দিতে থাকে অভিযুক্তরা। পরে অবশ্য মেডিক্যাল পরীক্ষা হয় এম আর বাঙুর হাসপাতালে। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়। তদন্ত চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 12:11 PM IST

