Howrah Bridge Closed: আর মাত্র কয়েকঘণ্টা...! একটু পরেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, ঝটপট সেরে নিন যাবতীয় কাজ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Bridge Closed: শনিবার রাত ১১টা থেকে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ! বিকল্প কোন পথে চলবে যানবাহন জেনে নিন৷
হাওড়া: কলকাতা এবং হাওড়বাসীর কাছে প্রাণের স্পন্দন হাওড়া ব্রিজ ৷ আর সেই হাওড়া ব্রিজ শনিবার রাতে ৫ ঘন্টার বন্ধ হয়ে যাচ্ছে ৷ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলার জেরেই এই সিদ্ধান্ত৷ শনিবার রাত সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে থাকবে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু ৷ রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ধরে বন্ধ রাখা হবে হাওড়া ব্রিজ, তা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ ৷
এই ৫ ঘণ্টায় বিকল্প পথে গাড়ি চলাচল করবে৷ ওই সময়ে কোনও যানবাহনকেই ব্রিজের উপর দিয়ে চলার অনুমতি দেওয়া হবে না৷ হাওড়া থেকে আসা সমস্ত গাড়িকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷ সেগুলিকে বার্ন স্ট্যান্ডার্ড মোড় হয়ে ফরশোর রোড হয়ে কাজীপাড়া মোড় ধরে দ্বিতীয় সেতু হয়ে চলাচল করানো হবে৷ কলকাতার স্ট্যান্ড রোড ধরে যে গাড়িগুলি উত্তরের দিকে যেত সেগুলিকে নিবেদিতা সেতু হয়ে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যেতে হবে ৷
advertisement
advertisement
অন্যদিকে, ব্রেবোর্ন রোড দিয়ে যে গাড়িগুলি যাতায়াত করবে সেগুলি স্ট্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে ৷ এছাড়াও দক্ষিণ ও পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷ উত্তর হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু দিয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলিকে 27-A পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷ গাড়ি চলবে ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজীপাড়া ক্রসিং দিয়ে ৷ পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহন গুলো 27-A পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা ও জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷
advertisement
হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা ৷ টানা ৫ ঘন্টা ধরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার-হাজার গাড়ি যাতায়াত করে ৷ সেই ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ আজও বাংলার গর্ব ৷ এককথায় বহির্বিশ্বে কলকাতার পরিচিতির অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হল এই হাওড়া ব্রিজ ৷ ৮১ বছর ধরে নিজের কাজে অবিচল হাওড়া ব্রিজ ৷ সেখানে কোনও বিরাম নেই ৷ ১৯৪৩ সালে চালু হওয়া হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করে ৷ প্রতিদিন লক্ষাধিক মানুষ ও যানবাহন বহন করে চলেছে এই ব্রিজ -এর আগে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৮ সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল ৷
advertisement
বন্দর কর্তৃপক্ষের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গত এপ্রিল মাস থেকে সরকারি সংস্থা ‘রাইটস’ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে ৷ এতদিন যানবাহন চলাচল স্বাভাবিক রেখে কাজ হচ্ছিল ৷ সমীক্ষার প্রয়োজনে এবার কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ রাখতে হচ্ছে ৷ এর আগে ১৯৮৪ থেকে চার বছর ধরে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল ৷ ওই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে ১৯৯২ থেকে ২০০৫ সালের মধ্যে ১৫ কোটি টাকা খরচ করে মেরামতি ও রক্ষণাবেক্ষণ হয় ৷ এবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Bridge Closed: আর মাত্র কয়েকঘণ্টা...! একটু পরেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, ঝটপট সেরে নিন যাবতীয় কাজ