Popular Actress Death: বিরাট দুঃসংবাদ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actress Death: আবারও নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন সত্তরের দশকের সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী রীতা আঞ্চন৷ মাত্র ৬৮ বছর বয়সে চলে গেলেন তিনি।
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ একের পর এক তারকারা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ আবারও নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন সত্তরের দশকের সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী রীতা আঞ্চন৷ মাত্র ৬৮ বছর বয়সে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
প্রবীণ অভিনেত্রী রীতা আঞ্চন ১৯৭২ সালে এফটিআইআই থেকে পাশ করেন এবং সত্তরের দশকে কয়েকটি হিন্দি এবং বেশ কয়েকটি দক্ষিণের ছবিতে অভিনয় করেন, বেশিরভাগই কন্নড় ছবিতে কাজ করেন নায়িকা। তাঁর অভিনয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয় এবং তিনি ব্যাপক ভালবাসা পান। রীতা আঞ্চন ‘পার্সঙ্গাদা গেন্দে থিম্মা’-এ মার্কানি চরিত্রে অভিনয় করেছেন। তিনি হিন্দি, পাঞ্জাবি এবং গুজরাটি-সহ একাধিক ভাষার শিল্পে অভিনয় করেছেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
advertisement
advertisement
সূত্রের খবর, তিনি গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে জনপ্রিয় অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু সম্পর্কে অনেক সুপরিচিত ব্যক্তি পোস্ট করেছেন। অনেক ভক্তও অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরিচালক রঘুরাম ডিপির মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আপনার সবার সঙ্গে তাঁর জীবনের গল্প ভাগ করে নেওয়ার আমার স্বপ্ন পূরণ হতে পারেনি। শ্রীমতি রীতা আঞ্চন রাধাকৃষ্ণ, ‘পার্সঙ্গাদা গেন্দে থিম্মা’র ভূমিকার জন্য বিখ্যাত হয়েছিলেন৷ তাঁর আত্মার শান্তি কামনা করি’৷
advertisement
অভিনেত্রী রীতা ‘কোরা বদন’, ‘লাড়কি জওয়ান হো গায়ি’, ‘আপ সে পেয়ার হুয়া’, ‘সুন্দরভ’ এবং ‘ফরজ অর পেয়ার’-সহ অনেক দুর্দান্ত ছবিতে উপস্থিত হয়েছেন। তবে মারকানি চরিত্রে অভিনয় তাকে সিনেমাপ্রেমীদের মধ্যে জনপ্রিয় করে তোলে। ছবিতে তাঁর চরিত্রটি তাকে অনেক প্রশংসা কুড়িয়েছে। রাধাকৃষ্ণ মানচিগাইয়াকে বিয়ে করার পর অভিনেত্রী বেঙ্গালুরুতে থাকতেন। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 1:14 PM IST

