Guess the Celebrity: 'দেহব্যবসা করেছি...'! বাথরুম থেকে ১২ লাখ টাকা উদ্ধার হতেই সাফাই নায়িকার, এক ভুলেই কেরিয়ার শেষ বলি ডিভার! চিনতে পারলেন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: ছয়ের দশকের সুপারহিট অভিনেত্রীর উত্থানটা ছিল উল্কাগতির মতো৷ কিন্তু একটা ভুলেই শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার৷ সুপারহিট ছবির নায়িকার কেলেঙ্কারি ফাঁস হতেই শিউরে ওঠে সমস্ত ভক্তরা৷
advertisement
এতে কয়েকজন তারকা ধরা পড়লেও অনেকে আবার বেঁচে যান। আজ এমন একজন অভিনেত্রীর জীবনের কথা জানবেন যিনি ১২০-টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আজ তাঁর জন্মদিন। এই অভিনেত্রী বলিউডে ২০ বছর রাজত্ব করেছেন এবং একটানা ৪০বছর কাজ করছেন। তিনি হলেন একসময়কার ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী মালা সিনহা৷ তাঁর জীবনকাহিনি শুনলে পায়ের তলার মাটি সরে যাবে আপনারও৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শোনা যায়, মালা সিনহাকে তার বাবা ও আইনজীবী পতিতাবৃত্তি করার মিথ্যা বলার পরামর্শ দিয়েছিলেন৷ মালা সিনহাও নাকি তার বাবা ও আইনজীবীর পরামর্শ মেনে চলেন। মালা আদালতে জানিয়েছেন যে তিনি এই টাকা পতিতাবৃত্তির মাধ্যমে অর্জন করেছিলেন। মুহূর্তের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে চলচ্চিত্রের সংখ্যা কমে যায়। বছরে ৫-৬টি ছবি করতেন এই অভিনেত্রী।