Guess the Celebrity: অসহ্য নরকযন্ত্রণা...! ২৫ বছরেই বিধবা, দ্বিতীয় বিয়ের সময় গর্ভবতী! শেষে তিনবার বিবাহিত পুরুষকে বিয়ে করেও পাননি সুখ! বলুন তো কে এই নায়িকা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী। কিন্তু, তাঁর জীবন ছিল চরম দুঃখের। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করে স্বামীর সঙ্গে খুবই খুশি ছিলেন তিনি৷ কিন্তু স্বামীর মৃত্যুর পর মানুষের কটুক্তিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অভিনেত্রীর৷ এমনকী আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিলেন৷
advertisement
সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী। কিন্তু, তাঁর জীবন ছিল চরম দুঃখের। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করে স্বামীর সঙ্গে খুবই খুশি ছিলেন তিনি৷ কিন্তু স্বামীর মৃত্যুর পর মানুষের কটুক্তিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অভিনেত্রীর৷ এমনকী আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিলেন৷ নিজেকে বাঁচাতে ফের চলচ্চিত্রে ফিরে আসেন এবং সিনেমা করতে গিয়েই আবারও এক অভিনেতার প্রেমে পড়েন।
advertisement
advertisement
advertisement
লীনা চন্দভারকর প্রথম থেকেই গ্ল্যামারাস জগতের দিকে ঝুঁকে ছিলেন। তিনি প্রথমে মডেলিং শুরু করেন এবং তারপর ফিল্মফেয়ার আয়োজিত ফ্রেশ ফেস বিউটি কনটেস্টে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় লীনা দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৮ বছর বয়সে তিনি বিজ্ঞাপনে কাজ পেতে শুরু করেন। ১৯৬৮ সালে 'মন কা মিট' চলচ্চিত্রে লীনার অভিষেক ঘটে। এই ছবিতে সুনীল দত্তের সঙ্গে দেখা গিয়েছিল লীনাকে। এই ছবি দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যান এই অভিনেত্রী।
advertisement
লীনা চন্দভারকর মাত্র ২৪ বছর বয়সে সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন। সিদ্ধার্থের পরিবার রাজনীতিতে সক্রিয় ছিল, বিয়ের পর লীনা চলচ্চিত্র ছেড়ে দেন। বিয়ের মাত্র ১১ দিন পরেই লীনা চন্দভারকরের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন তার স্বামী সিদ্ধার্থ। এই দুর্ঘটনার পর সিদ্ধার্থকে অনেক চিকিৎসা করানো হলেও সিদ্ধার্থ মারা যায়।
advertisement
advertisement
advertisement
তারপর এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে, লীনার পরিবারের সদস্যরাও তাকে এই অবস্থার জন্য দায়ী বলে মনে করেন। একদিন মুম্বইয়ের রাস্তায় কিশোর কুমারের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ফের কিশোর কুমারকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, আজও যদি তার প্রস্তাব প্রস্তুত থাকে তবে তার দিক থেকে হ্যাঁ। এ কথা শুনে কিশোর কুমারও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেন।
advertisement
advertisement
বাবা-মা তাদের মেয়ের দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে রেগে গিয়ে মুম্বই ছাড়তে চান। কিশোর কুমার চাননি তার শ্বশুরবাড়ির লোকজন তার কারণে মুম্বই ছেড়ে চলে যাক। তারপর তিনি লীনাকে তার বাবা-মায়ের বাড়িতে নিয়ে গিয়ে উচ্চস্বরে গাইতে শুরু করেন এবং এই গান শোনার পর রাগ গলে জল হয়ে যায় এবং তাদের সম্পর্ক মেনে নেয় পরিবার৷
advertisement
১৯৮০ সালে লীনা কিশোরকে বিয়ে করেন৷ তাঁদের দুবার বিয়ে হয়৷ একটি ছিল নিবন্ধিত বিয়ে এবং অন্যটি হিন্দু রীতি অনুযায়ী৷ ১৯৭৭ সালে পুরনো সাক্ষাৎকারে লীনা প্রকাশ করেছিলেন, যে কিশোরের সঙ্গে হিন্দু রীতিতে বিয়ের সময় লীনা সাত মাসের গর্ভবর্তী ছিলেন৷ ১৯৮৭ সালে মারা যান কিশোর কুমার৷ মাত্র ৩৬ বছর বয়সে আবারও বিধবা হন নায়িকা৷