Digha Trip: পুজোয় দিঘায় বেড়াতে যাচ্ছেন? এই সুখবর জানেন তো? প্রশাসনের উদ্যোগে দিঘা ভ্রমণে বড় পরিবর্তন! এখনই জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Digha Trip: প্রকৃতির সৌন্দর্যের মাঝে এইসব দৃশ্য অনেক সময় পর্যটকদের মুখে বিরক্তির ছাপ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার সেই ছবি পাল্টে যাবে।
দিঘা, মদন মাইতি: দিঘা ভ্রমণে এবার মিলবে বড় স্বস্তি। দিঘায় আসা পর্যটকদের অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সামনে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন-সহ নানা আবর্জনা। প্রকৃতির সৌন্দর্যের মাঝে এইসব দৃশ্য অনেক সময় পর্যটকদের মুখে বিরক্তির ছাপ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার সেই ছবি পাল্টে যাবে। শনিবার আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবসে দিঘাকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA)।
শনিবার সকাল থেকে দিঘা সৈকতে শুরু হয় “সেবা পর্ব ২০২৫ বিচ ক্লিনিং ইভেন্ট”। সমুদ্রসৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত চলে পরিষ্কার পরিচ্ছন্নতা করার অভিযান। হাতে গ্লাভস আর বড় বড় ব্যাগ। কয়েক ঘণ্টার মধ্যেই তটরেখা থেকে অদৃশ্য হয়ে যায় প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেট ও নানা বর্জ্য। দিঘার বালি একেবারে ঝকঝকে চেহারায় দেখা দেয়।দিঘাকে নতুন ভাবে সাজিয়ে তুলতে এই পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পুর্ণেন্দু মাঝি-সহ একাধিক আধিকারিক। সৈকতের এই পরিচ্ছন্নতার ব্যস্ততা যেন এক উৎসবের রূপ নেয়।
advertisement
আরও পড়ুন : অতীতের জমিদার বাড়িতে ২০০ বছরেরও প্রাচীন দুর্গাপুজো আজ সকল গ্রামবাসীর প্রাণের উৎসব
আধিকারিক ও সাফাই কর্মীদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরাও। সূর্যালোকে ঝকঝকে হয়ে ওঠে সমুদ্রের ধারে ছড়িয়ে থাকা বালি। আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবসে দিঘার চেহারায় যেন নতুন মাত্রা যোগ হল। সৈকতের সৌন্দর্য আগের তুলনায় আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আবর্জনামুক্ত সৈকতে হাঁটতে হাঁটতে অনেকে মনে করছেন, “দিঘা ভ্রমণ এবার হবে আরও আনন্দদায়ক, আরও শান্তিময়।”
advertisement
advertisement
দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে হওয়া এই কর্মসূচি শুধুমাত্র একদিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং আগামী দিনের এক বড় বার্তাও বটে। সমুদ্রতট পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন প্রশাসনের, তেমনই প্রত্যেক পর্যটকের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 11:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Trip: পুজোয় দিঘায় বেড়াতে যাচ্ছেন? এই সুখবর জানেন তো? প্রশাসনের উদ্যোগে দিঘা ভ্রমণে বড় পরিবর্তন! এখনই জানুন

 
              