Digha Hotel Tariff: রথযাত্রায় দিঘা যাওয়ার প্ল্যান? হোটেল ভাড়া নিয়ে চিন্তা শেষ, বিরাট সিদ্ধান্ত হোটেল মালিকদের
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Hotel Tariff: উইকেন্ড কিংবা উৎসবে দিঘার হোটেল ভাড়া বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সমস্যায় পর্যটকেরা, অভিযোগ পৌঁছয় নবান্ন পর্যন্ত। ভাড়া নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর।
দিঘা: উইকেন্ড কিংবা উৎসবে দিঘার হোটেল ভাড়া বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এক লাফে ভাড়া বেড়ে কোথাও দ্বিগুণ তো কোথাও তিনগুণ হচ্ছে। এমনকি আগে থেকে বুকিং করলেও দিতে হচ্ছে বেশি ভাড়া, সমস্যায় পর্যটকেরা। অভিযোগ দিয়ে পৌঁছল নবান্ন পর্যন্ত, ভাড়া নিয়ে উষ্মা প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রীর। তারপরই বড় সিদ্ধান্ত নিল দিঘার হোটেল অ্যাসোসিয়েশন। দিঘার ছোট-বড় সমস্ত হোটেলে ভাড়ার ট্যারিফ চার্ট ঝোলানো বাধ্যতামূলক করল হোটেল অ্যাসোসিয়েশন।
বাঙালি পর্যটকের কাছে এক আবেগের নাম দিঘা। সেই আবেগে বাড়তি মাত্রা যোগ করেছে জগন্নাথ মন্দির। বাড়ছে পর্যটকের সংখ্যা দিঘায়। পর্যটকের সংখ্যা বাড়ায় অসাধু হোটেল ব্যবসায়ীরা, সুবিধামতো বাড়াচ্ছে ভাড়া। দিঘার হোটেল ভাড়া নিয়ে বিস্তর অভিযোগ পর্যটকদের। সম্প্রতি সময়ে দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘার পর্যটকের সংখ্যা এক লাফে বেড়েছে। বিভিন্ন উৎসবের দিন বা উইকন্ডে দিঘায় লক্ষ লক্ষ পর্যটকের ভিড়। আর এই ভিড়ে ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে রীতিমতো লুটছে অসাধু হোটেল ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ ‘মোবাইল খুলতে পারছি না’, আহমেদাবাদের অভিশপ্ত বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ রচনা বন্দ্যোপাধ্যায়
দিঘার হোটেল ভাড়া নিয়ে পর্যটকদের ক্ষোভ দিনের পর দিন বাড়ছে। বৃহস্পতিবার দিঘা রথযাত্রা নিয়ে একটি বৈঠকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার হোটেল ভাড়া নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান যে ভাড়া নির্ধারিত রাখতেই হবে। ইচ্ছামতো ভাড়া বাড়ানো যাবে না। আর মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দিঘার পর্যটক থেকে হোটেল ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর হোটেল ভাড়া নিয়ে বক্তব্যের পর উদ্যোগ গ্রহণ করল দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সোনমের আরও বড় কেচ্ছা! ‘মিথ্যে বলছে, আরও কেউ…’, হাতে জ্বলন্ত প্রমাণ? এবারে বিস্ফোরক অভিযোগ রাজার ভাই সচিনের
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, ‘হোটেল ভাড়া নিয়ে যে অভিযোগ এসেছে তা অনেকাংশেই সত্যি। বেশ কিছু হোটেল এই ধরনের কাজ করছে। ১৪ জুন শনিবার সন্ধ্যায় এ নিয়ে বৈঠক রয়েছে। তার আগে প্রতিটি হোটেলকে বলা হয়েছে তাদের ট্যারিফ চার্ট ঝোলানো বাধ্যতামূলক। এরপরেও যদি এ ধরনের অভিযোগ হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পর্যটকেরাই হোটেল ব্যবসায়ীদের কাছে লক্ষ্মী। তাদের কোনওভাবেই হেনস্থা করা চলবে না।’
advertisement
ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে দিঘার হোটেল বুকিং শুরু হয়েছে। আর বেশি ভাড়া যাতে না নেওয়া হয় একদিকে যেমন প্রশাসন নজর রাখছে অন্যদিকে হোটেল হোটেল অ্যাসোসিয়েশনও তদারকি করছে। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর হোটেল ব্যবসায়ীরা নড়েচড়ে বসেছে।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 7:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Hotel Tariff: রথযাত্রায় দিঘা যাওয়ার প্ল্যান? হোটেল ভাড়া নিয়ে চিন্তা শেষ, বিরাট সিদ্ধান্ত হোটেল মালিকদের
