Alipurduar News: বড়দিনের কেকে মান্ধাতার আমল শেষ! এবার ডিমান্ড বাড়ছে নতুন নতুন থিম কেকের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
বর্তমানে ফ্রুট কেকের সঙ্গে কদর বেড়েছে কাস্টমাইসড কেকের
আলিপুরদুয়ার: কালচিনি, হ্যামিল্টনগঞ্জের রাস্তায় গেলেই নাকে ভেসে আসছে কেকের মিষ্টি গন্ধ। ফ্রুট কেক থেকে শুরু করে বড় দিনের কাস্টমাইসড কেক, তৈরিতে ব্যস্ত কারিগররা। রাত ১২ টা বাজলেই গির্জা ঘরে শোনা যাবে ঘন্টার আওয়াজ। প্রার্থনার সুর জানান দেবে প্রভু যীশুর জন্মের দিনের। কেক ছাড়া এই সেলিব্রেশন অসম্পূর্ণ। তাই তো হ্যামিল্টনগঞ্জের এক বেকারিতে কেক তৈরির ব্যস্ততা তুঙ্গে।
আগে ক্রিসমাস মানেই ছিল ফ্রুট কেক। বছরের এই সময় মিলবে ফ্রুট কেক, তা সকলেই জানেন। শীতের বিকেলে গরম চা ও ফ্রুট কেকের যুগলবন্দী দেখার সুযোগ মেলে এই সময়। বড়দিন থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস অবধি দেখা যায় এই কেকের চাহিদা। বর্তমানে ফ্রুট কেকের সঙ্গে কদর বেড়েছে কাস্টমাইসড কেকের। বিশেষ করে চার্চগুলির পক্ষ থেকে দেওয়া হচ্ছে বেশি এই কেকের বরাত।
advertisement

advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেক প্রস্তুতকারক নির্মল রায় জানান, “ফ্রুট কেক প্রতি বছর তৈরি করি। এবারে এর পাশাপাশি কাস্টমাইসড কেক তৈরি করছি। ক্রিসমাস ট্রি, সান্তাক্লস, স্নো ম্যান থিম রেখে কেক তৈরি করছি। চার্চ থেকে যেমনটা বলা হচ্ছে, তেমনটা করছি।” কালচিনি ব্লক চা বলয় এলাকা। এই এলাকায় রয়েছে ছোট, বড় অনেক চার্চ। ক্রিসমাস এখানে বড় করে পালিত হয় তা বলার অপেক্ষা রাখে না। বেকারি গেলেই দেখা যাচ্ছে প্রস্তুত হতে ক্রিসমাস থিমের কেক। কেকের ক্রিম রাখা হচ্ছে সাদা, যা স্নো এফেক্ট দিচ্ছে। চাহিদা অনুযায়ী থাকছে সান্তা ক্লস, স্নো ম্যান, ট্রি, ঘর।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Alipurduar News: বড়দিনের কেকে মান্ধাতার আমল শেষ! এবার ডিমান্ড বাড়ছে নতুন নতুন থিম কেকের
