CPIM| Panchayat Election 2023|| জোটের দরজা খোলা, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষনা সিপিআইএমের, কত আসনে প্রার্থী বামেদের?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
CPIM: বারাসত জেলা সিপিআইএমের কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা হতেই নিজের নিজের এলাকায় জনসংযোগে নেমেছেন সকলে। দ্রুত জোট জট কাটিয়ে বাকি আসনেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে বাম শিবির সূত্রে খবর।
বারাসত: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই জেলায় শাসকদলের পাশাপাশি তৎপরতা লক্ষ্য করা গেল বিরোধী দলেও। এক ধাপ এগিয়ে জেলা পরিষদের ৬৬ আসনের মধ্যে ৩১ আসনে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম। কংগ্রেস ও আইএসএফের জন্য জোটের দরজা খোলা রাখার বার্তা দিয়েই প্রার্থী ঘোষণা করা হয়।
বারাসত জেলা সিপিআইএমের কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা হতেই নিজের নিজের এলাকায় জনসংযোগে নেমেছেন সকলে। দ্রুত জোট জট কাটিয়ে বাকি আসনেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে বাম শিবির সূত্রে খবর। সিপিআইএমের উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জানান, ১১৯ পঞ্চায়েত এবং ২২ পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে ব্লক স্তরের নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জোটের সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে দলের তরফে বলেও জানান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘সবচেয়ে রক্তাক্ত পঞ্চায়েত ভোট দেখবে বাংলা’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, তোলপাড় রাজ্য
বিষয়টি নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফে সুজন চক্রবর্তী অবশ্য জানান, তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে চাই। তাই উত্তর ২৪ পরগণা জেলার প্রথম দফার প্রার্থী তালিকা আমরা ঘোষণা করে দিয়েছি। প্রথম দফার জন্যই বললাম, বাকিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ফলে বোঝাই যাচ্ছে জোটের বার্তা তুলে ধরা হয়েছে।
advertisement
কংগ্রেস ও আইএসএফের তরফ থেকেও প্রাথমিকভাবে প্রার্থী তালিকা তৈরি করার কাজ চলছে বলেও জানা গিয়েছে। তবে জোটের জট যদি না কাটে সে ক্ষেত্রে নিজেরা লড়াইয়ের ও পথ খোলা রাখছে জোট সঙ্গীরা বলেই সূত্রের খবর। তবে সময় অপচয় না করে প্রচারে গতি আনতেই তড়িঘড়ি বামেদের প্রার্থী তালিকা প্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM| Panchayat Election 2023|| জোটের দরজা খোলা, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষনা সিপিআইএমের, কত আসনে প্রার্থী বামেদের?