Panchayat Election 2023|| অনুব্রত জেলে তাতে কী! মনোনয়ন পেশে বীরভূম তৃণমূলের অদ্ভূত কর্মকাণ্ড, জানলে চমকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Panchayat Election 2023: সিপিআইএমকে মনোনয়নে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধরের জেরে সিপিআইএমের তিন কর্মী জখম। আক্রান্ত কর্মীরা কান্দরা ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।
কেতুগ্রামঃ সিপিআইএমকে মনোনয়নে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধরের জেরে সিপিআইএমের তিন কর্মী জখম।জখম কর্মীরা কান্দরা ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। কেতুগ্রাম ১ নম্বর ব্লকের কান্দরার ঘটনা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আজ শনিবার সকালের দিকে কেতুগ্রাম ১ নম্বর ব্লক অফিসের দিকে যখন সিপিআইএমের কর্মীরা মনোনয়ন জমা করতে যাচ্ছিল তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে কেতুগ্রাম থানার আইসি বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পোঁছে পরিস্থিয়ি সামাল দেয়।
advertisement
advertisement
বিষ্ণুপুর ব্লকে নমিনেশন করতে গেলে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর, ঘটনার প্রতিবাদে মিছিল করে মহকুমা শাসক কার্যালয়ে বিক্ষোভ দেখাতে যায় বিজেপি কর্মী সমর্থকরা, ঠিক তখনই পুলিশের সাথে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে।
advertisement
নমিনেশনের সময় বাধার মুখে পড়ে বিজেপি, অভিযোগ লাভপুরে। বিজেপির বেশকিছু কর্মীকে মেরে পা হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। লাভপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাভপুরে পেট্রোল পাম্পের কাছে বিডিও অফিস থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লাভপুর বিজেপি নেতৃত্ব। তাদের পুলিশের সামনেই মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 2:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023|| অনুব্রত জেলে তাতে কী! মনোনয়ন পেশে বীরভূম তৃণমূলের অদ্ভূত কর্মকাণ্ড, জানলে চমকে উঠবেন