Birbhum News: ঠাকুর পরিবারের হাতে উদ্বোধন বিশ্বভারতীর অধ্যাপকের বই
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
গ্রন্থের আবরণ উন্মোচন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর।
বীরভূম : শান্তিনিকেতনের ডুংরি প্রকাশনী থেকে এবার প্রকাশিত হল বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়ের গ্রন্থ ‘নাটক ও নাট্যে, ১০/১০’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটি শহর বোলপুর শান্তিনিকেতনের পূর্বপল্লীর বাগান বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে গ্রন্থের আবরণ উন্মোচন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর, আশ্রমকন্যা অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় ও অধ্যাপিকা মঞ্জু বন্দ্যোপাধ্যায়। ছিলেন প্রকাশক শুভ নাথ সহ অন্যান্য বিশিষ্ট শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা,পড়ুয়ারা।
রবীন্দ্রনাথের নাটক ও নাট্য প্রযোজনা ও তাঁর পরবর্তী নাট্যকার শম্ভু মিত্র সহ বিশিষ্টদের নাট্য প্রযোজনা সংক্রান্ত এই গ্রন্থ৷ রয়েছে প্রায় ১০ বছরের ১০ টি প্রবন্ধ। যেগুলি কবি শঙ্খ ঘোষ, প্রভাত মুখোপাধ্যায়, দেবতোষ ঘোষ, দেবাশিষ মজুমদার প্রমুখদের সম্পাদিত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারই নাট্য সংকলন প্রকাশিত হল এদিনএক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
advertisement
advertisement
প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানেরসূচনা হয়। এরপরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন শিল্পী তথা সঙ্গীত ভবনের অধ্যাপিকা অর্পিতা দত্ত,অধ্যাপিকা মানিনী মুখোপাধ্যায় ও বাংলাদেশের পড়ুয়া রিপন সরকার ওরফে বগা তালেব। নতুন প্রকাশিত এই বইটি পড়তে আগ্রহ দেখা যায়বিশ্বভারতীর পড়ুয়াদের মধ্যে।
advertisement
লেখক ও প্রকাশকে শুভেচ্ছা জানান আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য অতিথিরা ৷ প্রকাশক শুভ নাথ বলেন, এই গ্রন্থে নাটক সংক্রান্ত খুঁটিনাটি তুলে ধরেছেন লেখক ৷
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এটি আগামী প্রজন্ম,নাট্য শিল্পী ও পড়ুয়াদের কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন বই এর লেখক।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 4:36 PM IST