Birbhum News: কখনও তিনি অনুব্রত মণ্ডল, কখনও বা মুকুল-মদন! বীরভূমের সাজিদকে চেনেন? চমকে যাবেন

Last Updated:

Birbhum News: প্রথম থেকেই বিভিন্ন নেতানেত্রীর নকল করার ইচ্ছে ছিল তাঁর। তবে চিত্রনাট্য, লেখনীর অভাব ছিল। আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের বিভিন্ন জনপ্রিয় সংলাপ নকল করে সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অর্জন করেন সাজিদ খান।

+
সাজিদ

সাজিদ খান, ইউটিউবার

বীরভূম: এক সময় অনুব্রত মণ্ডলকে নিয়ে হাতেখড়ি! সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের নকল করে মন কেড়েছেন একাংশ মানুষের। তবে অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড়ে জেলবন্দি। তাই আজ লাইনে রয়েছেন মুকুল রায়, মদন মিত্র। কবিগুরুর লালমাটি জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলার লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। বোলপুরের অনুব্রত মণ্ডলের নকল করে সোশ্যাল মিডিয়ায় নিজের নাম তৈরি করেছিলেন সাজেদ খান।
তবে প্রায় দেড় বছর ধরে অনুব্রত মণ্ডল বোলপুরে নেই। তাই এখন ভরসা মুকুল, মদন। অনুব্রত মণ্ডলের ‘গুড় বাতাসা’ থেকে শুরু করে মদন মিত্রের ‘কচি আম’। এই সমস্ত জনপ্রিয় ডায়লগের নকল করে নেটিজেনদের মন কেড়েছিলেন সাজেদ খান। একসময় সোশ্যাল মিডিয়া খুললেই সাজিদ খানের এই সমস্ত ভিডিও সাধারণ মানুষের নজর কাড়ত।
advertisement
advertisement
অনুব্রত মণ্ডলের নকল করে যে সাজিদ খান একসময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠেছিলেন, সেই সাজিদ খান জানান, করোনা পরিস্থিতি চলাকালীন ২০২০ সালে অনুব্রত মণ্ডলের নকল করে তিনি একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও শুধু এপার বাংলা নয় ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় এবং খ্যাতি অর্জন করেছিল।
তবে হঠাৎ কেন অনুব্রত মণ্ডলের নকল করার ইচ্ছে জাগে তার মনে! এ বিষয় তিনি জানান প্রথম থেকেই বিভিন্ন নেতানেত্রীর নকল করার ইচ্ছে ছিল তাঁর। তবে চিত্রনাট্য, লেখনীর অভাব ছিল। আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের বিভিন্ন জনপ্রিয় সংলাপ নকল করে সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অর্জন করেন সাজিদ খান।
advertisement
তিনি আরও জানান অনুব্রত মণ্ডলের পাশাপাশি তিনি কুণাল ঘোষ, মদন মিত্র-সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকে নিয়ে ভিডিও করেছেন। তবে বীরভূমের অনুব্রত মণ্ডলকে নিয়ে ভিডিও তৈরি করে যে সফলতা অর্জন করেছেন তিনি বর্তমান সময় দাঁড়িয়ে অন্য কোনও নেতানেত্রীকে নিয়ে এই ভিডিও করে সেই সফলতা অর্জন করতে পারেননি তিনি।
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কখনও তিনি অনুব্রত মণ্ডল, কখনও বা মুকুল-মদন! বীরভূমের সাজিদকে চেনেন? চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement