Massive Fire: রাতের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কারখানা! টানা দু'ঘণ্টার চেষ্টা, নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল দমকল

Last Updated:

Massive Fire: বিষ্ণুপুরে কুলিং টাওয়ার কোম্পানিতে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।

+
ভয়াবহ

ভয়াবহ আগুন 

মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : বিষ্ণুপুরে কুলিং টাওয়ার কোম্পানিতে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ। রাতে এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে।
বিষ্ণুপুর থানার পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কুলিং টাওয়ার কোম্পানির জোকা-২ এর ভাসা সেটে আগুন লাগে।  হঠাৎ আগুন দেখে কর্মীরা খবর দেন বিষ্ণুপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। প্রথমে দু’টি ইঞ্জিন যায়। পরে আরও একটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। রাতে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।
advertisement
advertisement
যদিও আগুন ধীক ধীক করে দীর্ঘক্ষণ জ্বলছিল। ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর থানার আইসি গৌতম মিত্রের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা সামনে আসেনি। দমকল সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে, সেখানেই প্লাস্টিক ও রাসায়নিক মজুত ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই সমস্ত দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই কোম্পানিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল জানিয়েছে। কারখানার এক কর্মী প্রবীর গায়েন জানিয়েছেন, আগুন লাগার ঠিক আগে শিফট শেষ হয়ে যাওয়ায় কর্মীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। হঠাৎই আগুন দেখে বিষ্ণুপুর থানা ও দমকলে খবর দেওয়া হয়। যদিও পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে‌। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুন লেগে গোটা কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Massive Fire: রাতের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কারখানা! টানা দু'ঘণ্টার চেষ্টা, নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল দমকল
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ !

  • আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement