Throat Infection: গলা বসে গিয়েছে? কণ্ঠস্বর ভেঙে খানখান? চকোলেট-সহ ৩ খাবার মুখে দিলেই সর্বনাশ! চিনুন সারানোর সেরা ‘ওষুধ’!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Sore Throat Remedies: সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেছেন গলা বসে যাওয়া, কণ্ঠস্বর ভেঙে যাওয়ার জন্য দায়ী রাইনো ভাইরাস৷ চিকিৎসকের মতে এই গলা বসে যাওয়া হল কমন কোল্ডের লক্ষণ৷ ইনফ্লুয়েঞ্জার সঙ্গে কোনও সম্পর্ক নেই এর৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেছেন গলা বসে যাওয়া, কণ্ঠস্বর ভেঙে যাওয়ার জন্য দায়ী রাইনো ভাইরাস৷ চিকিৎসকের মতে এই গলা বসে যাওয়া হল কমন কোল্ডের লক্ষণ৷ ইনফ্লুয়েঞ্জার সঙ্গে কোনও সম্পর্ক নেই এর৷ ল্যারিংক্স (larynx)-এ সংক্রমণ হয় বলে একে বলা হয় অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস৷
advertisement
advertisement
advertisement
বেশি ওষুধের দরকার হয় না৷ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতে ডাক্তারের পরামর্শমতো একটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধেই মিটবে সমস্যা৷ সাধারণত এক সপ্তাহেই গলা বসার সমস্যা ঠিক হয়ে যায়৷ যদি তিন সপ্তাহের বেশি এই সমস্যা থাকে, তাহলে ইএনটি বিশেষজ্ঞের মত নিতে হবে বলে মনে করেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়৷









