West Medinipur News: বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Last Updated:

Best scientist in The world from India: বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক!

সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী!বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক! চেনেন?
সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী!বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক! চেনেন?
পশ্চিম মেদিনীপুর: এবার আবার জেলার জয়জয়কার, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে। ন্যানো সায়েন্স ও ন্যানো টেকনলজি বিষয়ে তাঁর অত্যাধুনিক আবিষ্কার এনে দিয়েছে এই সম্মান। সম্প্রতি প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় তুলে ধরেছেন নিজের নাম। আইআইটি খড়্গপুরের প্রাক্তনী তথা মেদিনীপুরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
সম্প্রতি প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ (২ শতাংশ) বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার প্রাক্তন অধ্যক্ষ (Dean of Science) অধ্যাপক সত্যজিৎ সাহা।
আরও পড়ুন- কোন দেশে একটাও পথকুকুর নেই? উত্তর দিতে পারবেন না বেশিরভাগই…চ্যালেঞ্জ!
উল্লেখ্য যে, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক কাজ, উদ্ভাবনী আবিষ্কার তথা এইচ ইনডেক্স, এইচ-এম ইনডেক্স সহ বিভিন্ন বিষয়ে উদ্ধৃতির ভিত্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সেই তালিকাতেই এবার জায়গা করে নিয়েছেন বিজ্ঞানী তথা গবেষক প্রফেসর সত্যজিৎ সাহা।
advertisement
advertisement
উল্লেখযোগ্য গবেষণা ক্ষেত্রগুলি হল যথাক্রমে- ন্যানো সায়েন্স ও ন্যানো টেকনলজির মাধ্যমে অল্প খরচে অত্যাধুনিক নানা ডিভাইস গঠন; ন্যানো পার্টিকেলস (Nanoparticles) ব্যবহার করে সোলার সেল বা সৌরকোষ তৈরি; ন্যানো পার্টিকেলস এবং বায়োমলিকিউল (প্রোটিন)-র সংযোগে ড্রাগ ডেলিভারি বা সরাসরি রক্তে ওষুধ প্রয়োগ এবং ন্যানো প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচে সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস তৈরি এবং তার প্রয়োগ।
advertisement
আরও পড়ুন- ‘দাম্পত্য নিয়ে ঐশ্বর্যকে পরামর্শ দেওয়ার প্রয়োজন…’ কী বলতে গিয়ে বেঁকে বসলেন শ্বেতা-জয়া?
এই বিষয়ে অধ্যাপক ও বিজ্ঞানী প্রফেসর সত্যজিৎ সাহা মন্তব্য করেন, “গবেষণার খরচ দিন দিন বেড়েই চলেছে ফলস্বরূপ গবেষণালব্ধ জিনিসপত্রের অর্থাৎ আবিষ্কৃত ডিভাইসগুলির দামও বাড়ছে। আমাদের লক্ষ্য, ন্যানো পার্টিকেলস ব্যবহার করে কম খরচে সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস তৈরি করা এবং ডিভাইস তৈরির ক্ষেত্রে সেগুলি প্রয়োগ করা। সেক্ষেত্রে ডিভাইসগুলিরও দাম কমবে।” এছাড়াও, ন্যানো পার্টিকেলস ব্যবহার করে সৌরকোষ তৈরি, ড্রাগ ডেলিভারি ও ক্ষতিকর গ্যাস সনাক্তকরণের উপরও ড. সাহা ও তাঁর গবেষকদল কাজ করে চলেছেন।
advertisement
প্রসঙ্গত, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা এবং আইআইটি খড়্গপুরের প্রাক্তনী অধ্যাপক সত্যজিৎ সাহা গত ২৬ বছর ধরে মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করে চলেছেন। পৃথিবী-বিখ্যাত বিভিন্ন জার্নালে তাঁর প্রকাশিত আর্টিকেল বা প্রতিবেদনের (Articles) সংখ্যা শতাধিক।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement