Street Dog: বলুন তো, কোন দেশে একটাও পথকুকুর নেই? উত্তর দিতে পারবেন না বেশিরভাগই...চ্যালেঞ্জ!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Which Country Has No Street Dog: বিশ্বের একটা দেশের নাম করুন তো যেখানে আপনি হাজার খুঁজেও পথকুকুর দেখাতে পারবেন না? হ্যাঁ, বাজি রেখে বলা যায়, একটাও পাবেন না। ভাবুন ভাবুন...
কুকুর একমাত্র প্রাণী যে মানুষের সঙ্গ ভালবাসে। তাই যেখানে মানুষ, সেখানেই কুকুর। মানুষের মধ্যেও কুকুরপ্রেমীর অভাব নেই। প্রাচীন কালে প্রথম বন্য কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল মানুষ৷ তার পর বাকিটা ইতিহাস৷ সভ্যতার শুরু থেকেই কুকুর মানব জাতির বন্ধু৷ এই প্রাণী ঠাঁই পেয়েছে মহাকাব্যেও। মহাভারতেও যুধিষ্ঠিরের পাশাপাশি কুকুররূপী ধর্মকে হেঁটে যেতে দেখা যায়।
advertisement
advertisement
দেখে মনে না হলেও আমাদের দেশেও রাজ্যে রাজ্যে কমেছে পথকুকুরদের সংখ্যা৷ সম্প্রতি সামনে এসেছিল এই সংক্রান্ত একটি পরিসংখ্যান৷ সেই রিপোর্ট অনুযায়ী, দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক কুকুর৷ এই রাজ্যে পথকুকুরের সংখ্যা ৪১ লক্ষ ৭৯ হাজার ২৪৫৷ তারপরেই কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থানের নাম৷ গুজরাতেও পথ কুকুরের সংখ্যা বেশ বেশি৷ পশ্চিমবঙ্গে পথকুকুরের সংখ্যা ১১ লক্ষ ৪০ হাজার ১৬৫৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement