Bollywood Gossip:'দাম্পত্য নিয়ে ঐশ্বর্যকে পরামর্শ দেওয়ার প্রয়োজন...' কী বলতে গিয়ে বেঁকে বসলেন শ্বেতা-জয়া?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Marriage Advice to Aishwarya Rai from Shweta Bachchan: অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন এবং স্ত্রী জয়া বচ্চনকে বলা হয়, নববধূ ঐশ্বর্যকে দাম্পত্য নিয়ে কিছু উপদেশ দিতে। কী বললেন তখন তাঁরা?
advertisement
advertisement
advertisement
২০০৭ সালে বিয়ে করেছিলেন অভিষেক-ঐশ্বর্য। বিয়ের আগে বেশ কয়েক বছর তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। 'ধাই অক্ষর প্রেম কে' (2000) এবং 'কুছ না কাহো' (2003)-র মতো ছবিতে একসঙ্গে কাজও করেছেন। ২০০৫-২০০৬ সালে 'উমরাও জান'-এর শুটিংয়ের সময় পরস্পরের কাছে এসেছিলেন এই জুটি। ছবিতেও তাঁদের রসায়নে ধরা দেয় সেই রোম্যান্স। 'ধুম ২' এবং 'গুরু'-তে কাজ করার সময়ে তাঁদের প্রেম অন্য মাত্রা নিয়েছিল।
advertisement
২০ এপ্রিল ২০০৭ সালে একটি অন্তরঙ্গ অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন অভিষেক-ঐশ্বর্য। বিয়ের পর এক সাক্ষাৎকারে অমিতাভ জানান, অভিষেক মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ঐশ্বর্যকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন বিগ বি,“অভিষেক এবং ঐশ্বর্য একে অপরকে পছন্দ করে। নিউইয়র্কে, 'গুরু'র প্রিমিয়ারের পর, অভিষেক আমাকে ডেকে বলেছিল এই প্রেম নিবেদনের কথা। আমি বললাম, ‘বাড়ি এসো।"
advertisement
advertisement