Kartik Puja: কার্তিক পুজোয় জমজমাট কার্তিকের শহর! সুদূর কেরালা থেকে আসবে ব্যান্ড, কাটোয়া-বাঁশবেড়িয়া ছেড়ে ঘুরে আসতে পারেন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kartik Puja: কালী, কার্তিকের শহর হিসেবে পরিচিত প্রাচীন পুর শহর সোনামুখী। এখানকার প্রাচীন কার্তিক পুজোগুলির মধ্যে অন্যতম মাইত কার্তিক বা মধ্যম কার্তিক, বড় কার্তিক, মহিষগোঠ কার্তিক, ঘুরনি কার্তিক, নীল বাড়ি কার্তিক, লালবাজার কার্তিক।
সোনামুখী, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ ঐতিহ্যবাহী কালী ও কার্তিকের শহর নামে পরিচিত। কার্তিক পুজো ও কালী পুজোর জন্য সমগ্র বাংলায় প্রসিদ্ধ বাঁকুড়ার সোনামুখী। এখানেই আছে জেলার বিখ্যাত সব কালী এবং কার্তিক। এবার এই শহরই কার্তিক পুজোর জন্য সেজে উঠছে। রয়েছে একের পর এক দুর্দান্ত সব পুজো। বর্তমানে পুজোর প্রস্তুতি চলছে। মিষ্টি রোদে কার্তিক ঠাকুর তৈরির কাজ হচ্ছে। ছোট থেকে বড়, ১০ ইঞ্চি থেকে ৭ ফুট, সব ধরণের প্রতিমা পাওয়া যাচ্ছে।
কার্তিক পুজোর আবহে বাঁকুড়ার সোনামুখীতে দারুণ দৃশ্য। মোট ২৩টি লাইসেন্স প্রাপ্ত বড় কার্তিক পুজো ছাড়া গোটা সোনামুখী শহর জুড়ে প্রতি বছর প্রায় ১০০-১১০টি কার্তিক পুজো হয়। অন্যান্য পুজোর পাশাপাশি সোনামুখীর কার্তিক পুজো এই অঞ্চলের মানুষের কাছে বিশেষ আকর্ষণ। এই বছর তাই আনন্দে ভাসলেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ দু’দিনের জমাটি মিনি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কারের তালিকায় জোড়া চারচাকা সহ কত কী! ম্যাচ দেখতে হাওড়ায় জনসমুদ্র
কালী, কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পুর শহর সোনামুখী। কালীপুজোর পর এবার কার্তিক পুজোকে কেন্দ্র করে জমজমাট আকার ধারণ করেছে গোটা শহর। সোনামুখীতে সরকার অনুমোদিত মোট কার্তিক পুজোর সংখ্যা ২৩টি। তবে পুজো হয় আরও বেশি।
advertisement
advertisement
সোনামুখী পুর শহরের প্রাচীন কার্তিক পুজোগুলির মধ্যে অন্যতম মাইত কার্তিক বা মধ্যম কার্তিক, বড় কার্তিক, মহিষগোঠ কার্তিক, ঘুরনি কার্তিক, নীল বাড়ি কার্তিক, লালবাজার কার্তিক। মাইত কার্তিক পুজো কমিটির এই বছরের বড় চমক কেরালার ব্যান্ড। সুদূর কেরালা থেকে ব্যান্ড আসবে। প্রায় ৪০০ বছরের প্রাচীন এই পুজো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণবঙ্গের একটি সুপ্রাচীন জনপদ সোনামুখী, যা কালী এবং কার্তিকের শহর নামে পরিচিত। আজ থেকে প্রায় ৪২০ বছর আগে এই শহর ছিল ঝোপঝাড়ে ভরা, শহরের অলিগলিতে সেইভাবে জনমানবের বসবাস শুরু হয়নি। আজকের জনপদ সেই সময় প্রায় জনশূন্য হলেও কার্তিক পুজোর একটি সুপ্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলত। এই ব্যস্ত শহরেই, শহুরে জীবনের পাশেই লুকিয়ে রয়েছে সেই ইতিহাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
November 16, 2025 2:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja: কার্তিক পুজোয় জমজমাট কার্তিকের শহর! সুদূর কেরালা থেকে আসবে ব্যান্ড, কাটোয়া-বাঁশবেড়িয়া ছেড়ে ঘুরে আসতে পারেন

