Mini Football Tournament: দু'দিনের জমাটি মিনি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কারের তালিকায় জোড়া চারচাকা সহ কত কী! ম্যাচ দেখতে হাওড়ায় জনসমুদ্র

Last Updated:
Mini Football Tournament: দুই দিন ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতায় লক্ষ লক্ষ টাকার পুরস্কার। ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর দুই দিনব্যাপী দিবারাত্রি প্রতিযোগিতায় হাওড়া ও হুগলির দল অংশগ্রহণ করেছে। শনিবার দুপুরে খেলা শুরুর আগে থেকেই দর্শকেরা মাঠে হাজির।
1/5
মিনি ফুটবল খেলার পুরস্কার জোড়া চারচাকা গাড়ি! হাওড়ার গ্রামে মিনি ফুটবল (পাওয়ার বল) প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বাইক তো রয়েছেই, সেই সঙ্গে আছে দু'টি চারচাকা সহ অনেক কিছু। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
মিনি ফুটবল খেলার পুরস্কার জোড়া চারচাকা গাড়ি! হাওড়ার গ্রামে মিনি ফুটবল (পাওয়ার বল) প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বাইক তো রয়েছেই, সেই সঙ্গে আছে দু'টি চারচাকা সহ অনেক কিছু। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
বিগত কয়েক বছর ধরে হাওড়ার এক ক্লাবের আয়োজিত মিনি ফুটবল খেলার জনপ্রিয়তা আর শুধু জেলায় সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়ার যুগে এই খেলার জনপ্রিয়তা দারুণভাবে ছড়িয়ে পড়েছে। মেদিনীপুর, হুগলি ও ২৪ পরগনা জেলার ক্রীড়াপ্রেমী মানুষ এই প্রতিযোগিতার দিকে তাকিয়ে থাকেন। আশেপাশের জেলা থেকে মিনি ফুটবল জগতের নামী খেলোয়াড়েরা মাঠে হাজির হন। হাওড়ার এই ক্লাবের মিনি ফুটবল খেলার জনপ্রিয়তা যেন ক্রিকেট, ফুটবলকেও টেক্কা দেয়।
বিগত কয়েক বছর ধরে হাওড়ার এক ক্লাবের আয়োজিত মিনি ফুটবল খেলার জনপ্রিয়তা আর শুধু জেলায় সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়ার যুগে এই খেলার জনপ্রিয়তা দারুণভাবে ছড়িয়ে পড়েছে। মেদিনীপুর, হুগলি ও ২৪ পরগনা জেলার ক্রীড়াপ্রেমী মানুষ এই প্রতিযোগিতার দিকে তাকিয়ে থাকেন। আশেপাশের জেলা থেকে মিনি ফুটবল জগতের নামী খেলোয়াড়েরা মাঠে হাজির হন। হাওড়ার এই ক্লাবের মিনি ফুটবল খেলার জনপ্রিয়তা যেন ক্রিকেট, ফুটবলকেও টেক্কা দেয়।
advertisement
3/5
বাইনান কড়িয়া শান্তি সংঘের দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় লক্ষ লক্ষ টাকা মূল্যের পুরস্কার। জেলায় ক্রিকেট, ফুটবল প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বাইক সহ অন্যান্য পুরস্কার দেখা গিয়েছে। তবে পুরস্কারের তালিকায় চারচাকা বিরল। স্বাভাবিকভাবেই তাই পুরস্কার তালিকায় জোড়া চারচাকা আলাদাভাবে নজর কেড়ে নিচ্ছে।
বাইনান কড়িয়া শান্তি সংঘের দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় লক্ষ লক্ষ টাকা মূল্যের পুরস্কার। জেলায় ক্রিকেট, ফুটবল প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বাইক সহ অন্যান্য পুরস্কার দেখা গিয়েছে। তবে পুরস্কারের তালিকায় চারচাকা বিরল। স্বাভাবিকভাবেই তাই পুরস্কার তালিকায় জোড়া চারচাকা আলাদাভাবে নজর কেড়ে নিচ্ছে।
advertisement
4/5
১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর রবিবার দুই দিনব্যাপী দিবারাত্রি প্রতিযোগিতায় হাওড়া ও হুগলির দল অংশগ্রহণ করেছে। যেমন নজরকাড়া পুরস্কারের ডালি, তেমনই সাজিয়ে তোলা হয়েছে খেলার মাঠ। শনিবার দুপুরে খেলা শুরুর আগে থেকেই দর্শকেরা মাঠে হাজির।
১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর রবিবার দুই দিনব্যাপী দিবারাত্রি প্রতিযোগিতায় হাওড়া ও হুগলির দল অংশগ্রহণ করেছে। যেমন নজরকাড়া পুরস্কারের ডালি, তেমনই সাজিয়ে তোলা হয়েছে খেলার মাঠ। শনিবার দুপুরে খেলা শুরুর আগে থেকেই দর্শকেরা মাঠে হাজির।
advertisement
5/5
হাওড়ার বাইনান কড়িয়া শান্তি সংঘের ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট ঘিরে রীতিমতো জোর চর্চা শুরু হয়েছে। কড়িয়া শান্তির সংঘের পরিচালনায় হাওড়া জেলার মিনি ফুটবল উৎসব উদ্বোধন হয়েছে শনিবার। মাঠ প্রাঙ্গনে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদ। উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। এই খেলা ঘিরে প্রতি বছর সাধারণ মানুষের চোখে পড়ার মতো উন্মাদনা থাকে। পুরস্কারের তালিকায় জোড়া চারচাকা কেন্দ্র করে এবার সেই উন্মাদনা আরও কয়েকগুণ বেশি। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
হাওড়ার বাইনান কড়িয়া শান্তি সংঘের ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট ঘিরে রীতিমতো জোর চর্চা শুরু হয়েছে। কড়িয়া শান্তির সংঘের পরিচালনায় হাওড়া জেলার মিনি ফুটবল উৎসব উদ্বোধন হয়েছে শনিবার। মাঠ প্রাঙ্গনে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদ। উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। এই খেলা ঘিরে প্রতি বছর সাধারণ মানুষের চোখে পড়ার মতো উন্মাদনা থাকে। পুরস্কারের তালিকায় জোড়া চারচাকা কেন্দ্র করে এবার সেই উন্মাদনা আরও কয়েকগুণ বেশি। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement