Mamata Banerjee: 'বুঝতেই পারলাম না ১০ কিলোমিটার হেঁটে ফেললাম!' যাদবপুর থেকে হাজরা-চেনা পথে মিছিলে হেঁটে মমতা বললেন, 'বাংলা আবার জেগে উঠেছে'
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Mamata Banerjee: আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পাশে রয়েছেন দেব, সোহম-সহ তৃণমূলের অন্য সাংসদ, বিধায়কেরা৷ এদিন হাজরা মোড়ে প্রতিবাদ সভায় ভাষণ দিতে গিয়ে আঘাতের স্মৃতিরোমন্থন করলেন মমতা৷ ‘যদি আমাকে আঘাত করে তাহলে পুনর্জীবন পাই’, জানালেন মমতা৷ যাদবপুর থেকে হাজরার মিছিল করে, ১০ কিমি হেঁটেও ফেলেছেন মুখ্যমন্ত্রী, হাজরার মঞ্চ থেকে জানালেন তিনি৷
‘‘সাড়ে ১০ কিমি মিছিল করেছি। কেউ ক্লান্ত হয়ে যাইনি। গোটা রাস্তায় লড়াইয়ের হিল্লোল হয়েছে। মানুষের অভিবাদন, শুভেচ্ছা পেয়ে বুঝতে পারলাম না কখন সাড়ে ১০ কিমি হয়ে গেল। আমার আজ প্রায় ২৩ হাজার স্টেপ হাঁটা হয়ে গেল’’, জানালেন মমতা৷
আরও পড়ুন: ‘ট্রাম্পকে ফোন করেননি মোদি, তাই আটকে বাণিজ্য চুক্তি!’ মার্কিন বাণিজ্য সচিবের বিস্ফোরক দাবি
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর দাবি, তাঁকে আঘাত করা হয়েছিল সিপিআইএম আমলে৷ সেই স্মৃতি স্মরণ করে মমতার ঘোষণা, ‘‘আমি আজ খুশি। আমার এই বাংলা। যে রাস্তা দিয়ে এলাম। প্রতিদিন কিছু না কিছু করি। আমাকে আপনারাই লালন পালন করেছেন। অনেক লড়াই করেছি। এই হাজরা থেকে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। কল্যাণ আমাকে সবটা বলেছিল। সিনেমাতে দেখায় যেমন, তেমন সিপিএমের গুন্ডারা লোহার চেন দিয়ে রাস্তা ফাঁকা করেছিল। ডান্ডা দিয়ে আমার মাথায় মারা হয়। আমার লাগছিল না। আমি ভাবছিলাম পুলিশ না সিপিএমের ডান্ডা। আমার ডান হাত অটোমেটিক মাথায় উঠে যায়। আমার হাতের আলনা হাড় অর্ধেক নেই। আমার ৩৪ সেলাই পড়ে। এর পরেও অনেকবার মার খেয়েছি।’’
advertisement
আরও পড়ুন: ‘আমার কোনও ভয় নেই’! হুমকি মেলের তোয়াক্কা না করেই কলকাতার রাস্তায় চকোলেট বিলি রাজ্যপালের
‘‘আমাকে যেদিন কেউ আঘাত করে না! আমাকে আঘাত না করলে আমি ঘুমিয়ে পড়ি, রামকৃষ্ণ বা কৃষ্ণ উপকথা শুনি। যদি আমাকে আঘাত করে তাহলে পুনঃজীবন পাই। গতকাল আমি প্রাণ পাই’’, ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 5:41 PM IST










