East Bardhaman News: প্রথা বজায় রাখুন, তবে বন নষ্ট নয়! আদিবাসীদের বিকল্প শিকারের পথ দেখাল বনদফতর!
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
বন্যপ্রাণী হত্যা করলে কী ধরনের শাস্তি হতে পারে, কতটা জরিমানা ধার্য হয় এবং এর ফলে জঙ্গলের বাস্তুতন্ত্র কীভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই সমস্ত বিষয় সহজ ভাষায় বোঝানো হয় আদিবাসী সমাজের প্রতিনিধিদের।
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: বন্যপ্রাণ সংরক্ষণ ও আইনি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের উদ্যোগে এবং আদুরিয়া বন বিভাগের সহযোগিতায় এক গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক প্রচার শিবির অনুষ্ঠিত হল আউশগ্রাম ব্লকের আদুরিয়া বিট অফিসে। এই শিবিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বন ও বন্যপ্রাণ রক্ষার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এই আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস (DLS)-এর সেক্রেটারি তথা বিচারপতি সুতপা মল্লিক। এছাড়াও বনদফতরের আধিকারিকরা ও সংশ্লিষ্ট এলাকার একাধিক গ্রামের আদিবাসী মোড়লরা এই কর্মসূচিতে অংশ নেন। হেদোগরিয়া, ছোঁড়া, কালিকাপুর-সহ আশপাশের বিভিন্ন গ্রামের মোড়লদের উপস্থিতিতে শিবিরটি কার্যত এক গুরুত্বপূর্ণ আলোচনামঞ্চে পরিণত হয়।
advertisement
আলোচনায় উঠে আসে আদিবাসী সমাজের বিভিন্ন প্রথা ও উৎসব সংক্রান্ত বিষয়। আদিবাসীদের নানা পরব বা উৎসবের সঙ্গে শিকারের একটি প্রথাগত যোগ রয়েছে। তাঁদের বিশ্বাস অনুযায়ী, নির্দিষ্ট সময়ে শিকার না করলে সেই পরব সম্পূর্ণ বা স্বার্থক হয় না। সামনে আরও একটি আদিবাসী উৎসব থাকায় এই বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। সেই প্রেক্ষিতেই বনদফতর ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের তরফে আইনি দিকগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।শিবিরে স্পষ্ট করে জানানো হয়, বন্যপ্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী হত্যা করলে কী ধরনের শাস্তি হতে পারে, কতটা জরিমানা ধার্য হয় এবং এর ফলে জঙ্গলের বাস্তুতন্ত্র কীভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই সমস্ত বিষয় সহজ ভাষায় বোঝানো হয় আদিবাসী সমাজের প্রতিনিধিদের। পাশাপাশি তাঁদের বোঝানো হয়, জঙ্গলের পরিবেশ রক্ষা করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা।এই প্রসঙ্গে আদুরিয়া বিট অফিসার পিনাকী ভট্টাচার্য জানান, “আদিবাসীরা আগের তুলনায় অনেকটাই সচেতন হয়েছেন। তবে তাঁদের প্রথা ও সংস্কৃতির বিষয়টি মাথায় রেখেই এবার নির্দেশ দেওয়া হয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকে কোনও বন্যপ্রাণী শিকার করা যাবে না।
advertisement
প্রথা রক্ষার জন্য যদি শিকার করতেই হয়, তা যেন জঙ্গলের বাইরে সীমিত রাখা হয়।” তিনি আরও জানান, এমন কিছু প্রাণী যেগুলি আইনত অপরাধের আওতায় পড়ে না, যেমন কোনও নির্দিষ্ট জায়গায় মুরগি ছেড়ে দিয়ে তা শিকার করা, সেই ধরনের বিকল্প পথ অনুসরণের কথাও তাঁদের জানানো হয়েছে, যাতে প্রথা বজায় থাকে এবং বন ও বন্যপ্রাণীও সুরক্ষিত থাকে।শিবিরে আলোচনায় অংশ নিয়ে লেবু হেমব্রম ও সুনীল মুর্মু জানান, তাঁরা বনদফতরের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। ভবিষ্যতে কোনও বন্যপ্রাণী হত্যা করা হবে না বলেও তাঁরা আশ্বাস দেন। তাঁদের মতে, বন বাঁচলে তবেই আদিবাসী সমাজ ও তাদের সংস্কৃতিও টিকে থাকবে।সব মিলিয়ে এই আইনি জনসচেতনতামূলক শিবির আদিবাসী সমাজ ও বনদফতরের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রথা ও পরিবেশ দু’য়ের মধ্যে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার যে বার্তা এই শিবির থেকে উঠে এল, তা আগামী দিনে বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই সকলে আশাবাদী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 09, 2026 5:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: প্রথা বজায় রাখুন, তবে বন নষ্ট নয়! আদিবাসীদের বিকল্প শিকারের পথ দেখাল বনদফতর!








