তেলে ভরপুর ভেনেজুয়েলা, তবু মুদ্রা এত দুর্বল কেন? জেনে নিন, সেখানে ১০ হাজার ভারতীয় টাকার মূল্য কত?
- Published by:Tias Banerjee
Last Updated:
India-Venezuela Currency: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো গ্রেফতার, বলিভার দুর্বল অতিমুদ্রাস্ফীতি ও নিষেধাজ্ঞায়। ১০,০০০ ভারতীয় টাকা ভেনেজুয়েলায় কত জানেন? তেল থাকা সত্ত্বেও সংকট।
advertisement
advertisement
advertisement
২০১৭ সালে ভেনেজুয়েলা কার্যত দেউলিয়া হওয়ার কথা ঘোষণা করে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমি দেশগুলির আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তেল উৎপাদন কমে যাওয়া এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার দুর্বলতাও অর্থনীতি ঘুরে দাঁড়াতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
ভেনেজুয়েলায় ১০,০০০ ভারতীয় টাকার মূল্য কত? মুদ্রামূল্যের হিসেবে Vice.com-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১ ভারতীয় টাকার মূল্য প্রায় ৩.৩৮ ভেনেজুয়েলার বলিভার। সেই হিসাবে ১০,০০০ ভারতীয় টাকা ভেনেজুয়েলায় প্রায় ৩৩,৮৫০ বলিভারের সমান। তবে এই হার স্থির নয়। ভেনেজুয়েলায় মুদ্রাবাজারের অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে বিনিময় হার প্রায়ই বদলে যায়। তবু এই হিসেব থেকেই স্পষ্ট, ভেনেজুয়েলার মুদ্রা ভারতীয় টাকার তুলনায় অনেকটাই দুর্বল।
advertisement
তেল থাকা সত্ত্বেও কেন অর্থনৈতিক সংকট? প্রশ্ন উঠতেই পারে—বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার অর্থনীতি এত দুর্বল কেন? এর একটি বড় কারণ হল ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও ঘন প্রকৃতির, যা উত্তোলন ও পরিশোধন করতে খরচ বেশি। পুরনো প্রযুক্তি, পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেল থেকে প্রত্যাশিত রাজস্ব মিলছে না। ফলত তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে পারছে না দেশটি।







