Siliguri News: ট্রাকের রং বদলে চলত দেদারে চুরি, চাল চুরির তদন্তে মিলল ট্রাকভর্তি ডাল, গ্রেফতার ২
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
চাল চুরির ঘটনার তদন্ত করতে গিয়েই সামনে এল আরও বড় চক্র। শিলিগুড়ির এনজেপি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল ট্রাক ভর্তি মুসুর ডাল, গ্রেফতার ২
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : চাল চুরির ঘটনার তদন্ত করতে গিয়েই সামনে এল আরও বড় চক্র। শিলিগুড়ির এনজেপি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল ট্রাক ভর্তি মুসুর ডাল, গ্রেফতার ২। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই ট্রাকের রং বদলে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী চুরি করে পাচার চালাত এই চক্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিলিগুড়ির সন্তোষীনগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝাই চাল চুরির অভিযোগ দায়ের করেন এনজেপি থানায়। সেই মামলার তদন্তে নামে সাদা পোশাকের পুলিশ। তদন্তের সূত্র ধরে প্রথমে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় গাড়ির চালক আব্দুল্লাহ মল্লিককে।
ধৃত আব্দুল্লাহ মল্লিকের জবানবন্দীর ভিত্তিতেই বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আটক করা হয় WB-45/5296 নম্বরের একটি চৌদ্দ চাকার ট্রাক, যাতে বোঝাই ছিল বিপুল পরিমাণ মুসুর ডাল। ট্রাকের মালিক ও চালক, মুর্শিদাবাদের বাসিন্দা আলীম শেখকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়।
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরেই ওই ট্রাকের রং বদলে বিভিন্ন জায়গা থেকে মালপত্র ভাড়ার নামে তুলে চুরির কারবার চালাত। পুলিশের দাবি, অতীতে চাল চুরির ঘটনাতেও এই ট্রাকই ব্যবহার করা হয়েছিল। এবার নতুন করে মুসুর ডাল চুরির পরিকল্পনা করেছিল তারা, কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়।
শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, চুরি হওয়া চাল ও ডাল কোথায় পাচার করা হচ্ছিল, তা জানারও চেষ্টা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 5:44 PM IST










