Bangla News: দেশাত্মবোধকে প্রাধান্য এই কাজ বালুরঘাটের ভয়েস ওভার আর্টিস্ট শুভজিৎ-এর
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Bangla News: ভারতের বিরোধীতা করায় বাংলাদেশের কোম্পানিতে কাজের অফার ফিরিয়ে দিলেন বাচিকশিল্পী। বাংলাদেশের বিরূপ প্রতিক্রিয়ার প্রতিবাদ জানাতেই জনপ্রিয় এক কোম্পানির বিজ্ঞাপনে কন্ঠ দেওয়ার আহবানকে পত্রপাঠ বিদায় জানালেন বালুরঘাটের ভয়েস ওভার আর্টিস্ট।
দক্ষিণ দিনাজপুর: ভারতের বিরোধীতা করায় বাংলাদেশের কোম্পানিতে কাজের অফার ফিরিয়ে দিলেন বাচিকশিল্পী। বাংলাদেশের বিরূপ প্রতিক্রিয়ার প্রতিবাদ জানাতেই জনপ্রিয় এক কোম্পানির বিজ্ঞাপনে কন্ঠ দেওয়ার আহবানকে পত্রপাঠ বিদায় জানালেন বালুরঘাটের ভয়েস ওভার আর্টিস্ট। বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতের প্রতি কুরুচিকর মন্তব্য সহ একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ জানাতেই তাঁর এই পদক্ষেপ বলে জানান ভয়েস ওভার আর্টিস্ট শুভজিৎ চট্টোপাধ্যায়। বালুরঘাট শহরের কচিকলা পাড়ায় বাড়ি শুভজিৎবাবুর। তিনি একধারে যেমন সংগীতশিল্পী, তেমন বাচিক শিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর।
আরও পড়ুনঃ সারা গা, হাত, পায়ে লাল-লাল ‘চুলকানি’? কোন ‘ভিটামিনের’ অভাবে ত্বকের এই হাল জানেন? সতর্ক হন আজই
শুভজিৎবাবু ২০২০ সালে অভিনেতা মীর ও সুদীপ্তা চক্রবর্তী বিচারে কলকাতায় গোল্ডেন ভয়েস তালিকায় উঠে এসেছিলেন সেরা ১০ জনের মধ্যে। আন্তর্জাতিক মানের ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি চ্যানেলেও বাংলা ভার্সনে কণ্ঠস্বর থেকে শুরু করে রেডিওর মহাভারতে অর্জুন, ভীম ও যুধিষ্ঠির কন্ঠ, সানডে সাসপেন্স প্রজেক্ট, খাবার ডেলিভারি অ্যাপের বাংলা বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন। তবে বর্তমান সময়ে একদিকে যখন ভারতবর্ষের ব্যবসায়ী তুরস্কের মার্বেল, আপেল বর্জন করছেন, ঠিক তখনই শুভজিৎ বাবুর এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাটের সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুনঃ হাই ব্লাড প্রেসারের রোগীরা অবশ্যই করুন এই ৫ কাজ…! ‘বিপি’ থাকবে হাতের মুঠোয়! শরীর থাকবে চনমনে
এই বিষয়ে ভয়েস আর্টিস্ট শুভজিৎ চট্টোপাধ্যায় জানান, “শিল্পীসত্তা থাকবে এটাই স্বাভাবিক। পাশাপাশি জাতীয়তা সত্তা রয়েছে। কাজের ক্ষেত্রে যে ভূমিকা আমাদের দেওয়া হয় সেটি করি। তেমন বাছবিচার শিল্পীরা করেন না। কিন্তু চলমান পরিস্থিতিতে দেখছি পাশের দেশের আমার দেশকে নিয়ে অপমানজনক ও ব্যাঙ্গাত্মক ভঙ্গিমা। যা মেনে নিতে পারিনি। আগে আমি দেশের নাগরিক, তারপর শিল্পী। এখানে আপোসের কোনও জায়গা নেই।” কাজ শুরুর প্রথম দিকে তিনি বাংলাদেশের বিজ্ঞাপনে কন্ঠ দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যার জেরে বাংলাদেশের জনপ্রিয় স্ন্যাকস ও ড্রিংকস কোম্পানির এক বিজ্ঞাপনের কাজ ফিরিয়েছেন তিনি। তাঁর কথায়, শিল্পের প্রতি যেমন নিষ্ঠা ভালবাসা রয়েছে, তেমনি দেশের প্রতিও দায়বদ্ধতা আছে। দেশাত্মবোধকে প্রাধান্য দিতেই বাংলাদেশ থেকে আসা কোম্পানির বিজ্ঞাপনে কন্ঠ দেওয়ার আহবান ফেরালেন। পাশাপাশি, বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের নিজস্ব পরিসরে প্রতিবাদ করা উচিৎ বলেই তিনি মনে করেন।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দেশাত্মবোধকে প্রাধান্য এই কাজ বালুরঘাটের ভয়েস ওভার আর্টিস্ট শুভজিৎ-এর
