Indian Railways: অমৃত ভারত স্টেশনে সেজে উঠছে বিষ্ণুপ্রিয়া হল্ট! সমস্ত দোকান উঠিয়ে নিতে বাধ্য হলেন ব্যবসায়ীরা!

Last Updated:

বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে উচ্ছেদের চূড়ান্ত সময়সীমা পার হতেই অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে শুরু করল একাধিক হকার

+
বিষ্ণুপ্রিয়া

বিষ্ণুপ্রিয়া হল্ট সংলগ্ন দোকান হচ্ছে সরানো

মৈনাক দেবনাথ, নবদ্বীপ: বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে উচ্ছেদের চূড়ান্ত সময়সীমা পার হতেই অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে শুরু করল একাধিক হকার। উচ্ছেদের সময়সীমা শেষ হতেইসকাল থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে শুরু করল একাধিক রেল হকার, সূত্রের খবর চলতি বছর ৩০ জানুয়ারি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে থাকা ৪৩ টি দোকানে উচ্ছেদের নোটিশ জারি করে দফতর, পরে মৌখিকভাবে আরও চার দিন বাড়িয়ে ৪ ফেব্রুয়ারী করা হয়, হকার উচ্ছেদ করতে ৫ ফেব্রুয়ারী বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে আসে রেল দফতরের আধিকারিক সহ কর্মীরা।
অপরদিকে উচ্ছেদ রুখতে শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা ও স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মণ্ডলের নেতৃত্বে রেল আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন হকাররা, বৈঠকে ফেব্রুয়ারি মাস সময় চেয়ে নেওয়ায় উচ্ছেদ বন্ধ রেখে ফিরে যায় রেল দফতরের কর্মীরা, যদিও সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারী থেকে মে মাস দীর্ঘ চার মাস কেটে গেলেও স্টেশন চত্বর থেকে দোকানপাট সরিয়ে ফেলার কোনও রকম তাগিদ দেখায়নি হকারেরা, হকারদের অভিযোগ বিকেলে মৌখিক ভাবে সতর্ক করে পরেরদিনের মধ্যে স্টেশন চত্বর খালি না করলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, এরপরই সকাল থেকে রেল আধিকারিকদের উপস্থিতিতে স্টেশনের প্লাটফর্ম লাগোয়া মোট ৪৩ টি দোকান সরিয়ে নিতে শুরু করে দোকান মালিক বা হকাররা।
advertisement
advertisement
উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পে একাধিক স্টেশনের মান উন্নয়ন করছে ভারতীয় রেল। সেরকমই নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সংগ্লগ্ন এলাকায় রেলের উচ্ছেদ। স্টেশন চত্বরে বেআইনি ভাবে দখল মুক্ত করতে বদ্ধপরিকর রেল।গতকাল নদিয়ার নবদ্বীপ বিষ্ণুপ্ৰিয়া হল্ট স্টেশনে ব্যবসায়ীদের নোটিশ দেয় রেল। এদিন সকালের মধ্যে দখল সরিয়ে ফেলার নির্দেশ ছিল রেলের। এদিন সকাল থেকে সেই কাজ শুরু করে রেল, অমৃত ভারত প্রকল্পের জন্য। তবে এই উচ্ছেদ অভিযানকে কটাক্ষ করে স্থানীয় ব্যবসায়ীরা জানান সাধারণ ব্যবসায়ীদের পেটে লাথি মারলো রেল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: অমৃত ভারত স্টেশনে সেজে উঠছে বিষ্ণুপ্রিয়া হল্ট! সমস্ত দোকান উঠিয়ে নিতে বাধ্য হলেন ব্যবসায়ীরা!
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement