Toilet Cleaning Tips: হাত দিতে হবে না, মিনিটে উঠে যাবে টয়লেটের নোংরা হলুদ দাগ! শুধু চাই কলার খোসা আর ১ টাকার...বাড়িতেই বানান ‘ম্যাজিক ক্লিনার’

Last Updated:
Toilet Cleaning Tips: এই পদ্ধতিতে টয়লেট পরিষ্কার করতে গাদা গাদা টাকা খরচ করে কিনতে হবে না কোনও অ্যাসিড বা কেমিক্যাল৷ সাধারণ বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই হবে ম্যাজিকের মতো কাজ৷ নোংরা দাগের সঙ্গে সঙ্গেই দুর্গন্ধও হবে গায়েব৷
1/8
পরিবারের সুস্বাস্থের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে বাথরুমের৷ মলমুত্র ত্যাগের জায়গাটি পরিষ্কার রাখা তাই অত্যন্ত জরুরি৷ কিন্ত টয়লেট ঝকঝকে রাখাও মহা ঝক্কির৷ শতচেষ্টাতেও যেতে চায় না জেদি হলুদ দাগ৷ বাড়তি পাওনা হিসেবে দূর হবে গন্ধও৷
পরিবারের সুস্বাস্থের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে বাথরুমের৷ মলমুত্র ত্যাগের জায়গাটি পরিষ্কার রাখা তাই অত্যন্ত জরুরি৷ কিন্ত টয়লেট ঝকঝকে রাখাও মহা ঝক্কির৷ শতচেষ্টাতেও যেতে চায় না জেদি হলুদ দাগ৷ বাড়তি পাওনা হিসেবে দূর হবে গন্ধও৷
advertisement
2/8
তবে জেদি দাগ তোলার সেরা অস্ত্র রয়েছে চোখের সামনেই৷ অথচ বেশিরভাগ জনেই না জেনে ফেলে দেন ডাস্টবিনে৷ এই সেরা হ্যাক কাজে লাগিয়ে খুব সহজেই পরিষ্কার করা যাবে কোমট৷ তবে জেদি দাগ তোলার সেরা অস্ত্র রয়েছে চোখের সামনেই৷ অথচ বেশিরভাগ জনেই না জেনে ফেলে দেন ডাস্টবিনে৷ এই সেরা হ্যাক কাজে লাগিয়ে খুব সহজেই পরিষ্কার করা যাবে কোমট৷
তবে জেদি দাগ তোলার সেরা অস্ত্র রয়েছে চোখের সামনেই৷ অথচ বেশিরভাগ জনেই না জেনে ফেলে দেন ডাস্টবিনে৷ এই সেরা হ্যাক কাজে লাগিয়ে খুব সহজেই পরিষ্কার করা যাবে কোমট৷
advertisement
3/8
পাশাপাশি এই পদ্ধতিতে টয়লেট পরিষ্কার করতে গাদা গাদা টাকা খরচ করে কিনতে হবে না কোনও অ্যাসিড বা কেমিক্যাল৷ সাধারণ বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই হবে ম্যাজিকের মতো কাজ৷ নোংরা দাগের সঙ্গে সঙ্গেই দুর্গন্ধও হবে গায়েব৷
পাশাপাশি এই পদ্ধতিতে টয়লেট পরিষ্কার করতে গাদা গাদা টাকা খরচ করে কিনতে হবে না কোনও অ্যাসিড বা কেমিক্যাল৷ সাধারণ বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই হবে ম্যাজিকের মতো কাজ৷ নোংরা দাগের সঙ্গে সঙ্গেই দুর্গন্ধও হবে গায়েব৷
advertisement
4/8
এই পদ্ধতিতে টয়লেট পরিষ্কার করার মূল উপকরণ হল দুটি৷ কলার খোসা এবং একটি শ্যাম্পু৷ দোকানে মাত্র ১ টাকাতেই সাধারণ শ্যাম্পুর পাউচ প্যাক পাওয়া যায়৷ যে কোনও শ্যাম্পু ব্যবহার করলেই চলবে৷
এই পদ্ধতিতে টয়লেট পরিষ্কার করার মূল উপকরণ হল দুটি৷ কলার খোসা এবং একটি শ্যাম্পু৷ দোকানে মাত্র ১ টাকাতেই সাধারণ শ্যাম্পুর পাউচ প্যাক পাওয়া যায়৷ যে কোনও শ্যাম্পু ব্যবহার করলেই চলবে৷
advertisement
5/8
এই দুটি জিনিসের সঙ্গে রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি জিনিস মিশিয়ে তৈরি যাবে টয়লেট পরিষ্কারের ব্রহ্মাস্ত্র৷ ধাপে ধাপে শিখে নিন কীভাবে বানাবেন৷ প্রয়োজনীয় সামগ্রীএই দুটি জিনিসের সঙ্গে রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি জিনিস মিশিয়ে তৈরি যাবে টয়লেট পরিষ্কারের ব্রহ্মাস্ত্র৷ ধাপে ধাপে শিখে নিন কীভাবে বানাবেন৷ প্রয়োজনীয় সামগ্রী
এই দুটি জিনিসের সঙ্গে রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি জিনিস মিশিয়ে তৈরি যাবে টয়লেট পরিষ্কারের ব্রহ্মাস্ত্র৷ ধাপে ধাপে শিখে নিন কীভাবে বানাবেন৷ প্রয়োজনীয় সামগ্রী
advertisement
6/8
প্রথমে পাকা কলার খোসা রোদে শুকিয়ে নিন। এরপর শুকনো খোসার পাউডার তৈরি করুন। এই পাউডারের সঙ্গে মিশিয়ে দিন ফিটকিরির গুঁড়ো৷ দুইটি জিনিস মিশিয়ে প্লাস্টিকের বাটিতে রাখুন।
প্রথমে পাকা কলার খোসা রোদে শুকিয়ে নিন। এরপর শুকনো খোসার পাউডার তৈরি করুন। এই পাউডারের সঙ্গে মিশিয়ে দিন ফিটকিরির গুঁড়ো৷ দুইটি জিনিস মিশিয়ে প্লাস্টিকের বাটিতে রাখুন।
advertisement
7/8
এবার অন্য একটি মগে আধ মগ গরম জল নিন৷ এই গরম জলে শ্যাম্পু মেশান৷ সঙ্গে যোগ করুন কলার খোসা এবং ফিটকিরির গুঁড়োর পাউডার৷ সব মিলিয়ে তৈরি হলে একটি পেস্ট৷
এবার অন্য একটি মগে আধ মগ গরম জল নিন৷ এই গরম জলে শ্যাম্পু মেশান৷ সঙ্গে যোগ করুন কলার খোসা এবং ফিটকিরির গুঁড়োর পাউডার৷ সব মিলিয়ে তৈরি হলে একটি পেস্ট৷
advertisement
8/8
এই পেস্ট ব্রাশের সাহায্যে ভাল করে লাগান টয়লেটে৷ লাগানোর পর রেখে দিন কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট৷ এবার সাধারণ জল দিয়ে ভাল করে ঘষে ধুয়ে ফেলুন৷ একেবারে নতুনের মতো ঝকঝকে হবে কোমট৷
এই পেস্ট ব্রাশের সাহায্যে ভাল করে লাগান টয়লেটে৷ লাগানোর পর রেখে দিন কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট৷ এবার সাধারণ জল দিয়ে ভাল করে ঘষে ধুয়ে ফেলুন৷ একেবারে নতুনের মতো ঝকঝকে হবে কোমট৷
advertisement
advertisement
advertisement