বিয়ের জন্য 'রাইট টাইম' জেনে নিন...! কেরিয়ার, ভালোবাসা, ফ্যামিলি, ব্যালান্স রাখার আসল সূত্র বলে দিলেন বিশেষজ্ঞ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Right Time For Marriage: আজকের প্রজন্মের কাছে, বিয়ে কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি সচেতন সিদ্ধান্ত। যদিও ২৫ বছর বয়সের পরে বিয়েকে একসময় "বিলম্বিত বিবাহ" হিসেবে বিবেচনা করা হত, আজকের দিনে অবশ্য এই মানসিকতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে মিলেনিয়াল এবং GEN Z প্রজন্ম।
advertisement
advertisement
advertisement
advertisement
মিলেনিয়ালরা বিবাহকে এমন একটি 'পার্টনারশিপ' হিসেবে দেখে থাকেন, যেখানে সম্পর্কের উভয় অংশীদারই সমান দায়িত্ব ভাগ করে নেন নিজেদের মধ্যে। Gen Z এক্ষেত্রে আরও এগিয়ে। মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত অগ্রাধিকার এবং মানসিক সামঞ্জস্য বা ব্যালান্স রাখা তাদের কাছে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
সেন্টার ফর মেন্টাল হেলথের প্রতিষ্ঠাতা এবং প্রধান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নুপুর ঢাকেফালকর তাঁর পরামর্শে বলেন, "বিয়ের জন্য সঠিক সময় হল যখন উভয় সঙ্গীর মধ্যে স্বচ্ছ আত্মবোধ তৈরি হয়, তাঁরা তাঁদের সঙ্গীর কাছ থেকে কী চান তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে এবং একই সঙ্গে জীবন গড়ে তোলার জন্য উভয়ই প্রস্তুত বোধ করেন।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Gen Z নতুন সূত্র - এই সূত্র বলছে, ধীর কিন্তু টেকসই সম্পর্ক জরুরি। 'চিরকালের জন্য' বা 'ফরএভার' সম্পর্ক নয়, সম্পর্ক 'পরিপূর্ণ' করাতেই বিশ্বাস করছেন তাঁরা। বিয়ের আগে তাঁদের সঙ্গীর সঙ্গে সম্পর্কে আত্ম-আবিষ্কার, লক্ষ্য নির্ধারণ এবং স্বচ্ছতাকে মূল্য দেয় এই প্রজন্ম। তাঁরা চায়, বিয়ে তাঁদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনের অগ্রগতিকে বাধাগ্রস্ত না করে, বরং সমর্থন করুক।
advertisement
advertisement
advertisement
