South 24 Parganas News: প্রচন্ড গরমে কমছে পানীয় জলের স্তর! সংকট মেটাতে প্রত্যন্ত গ্রামেও পানীয় জলের গাড়ি

Last Updated:

প্রচন্ড গরমে পানীয় জলের স্তর কমতে কমতে একেবারে নিচে নেমে গিয়েছে। ফলে নলকূপ থেকে ঠিকমতো পানীয় জল মিলছে না। সমস্যা সমাধানের জন্য গাড়িতে করে জল পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে। এমনই ঘটনা দেখা গেল মথুরাপুর ২ নং ব্লকে।

+
ড্রামে

ড্রামে ভরা হচ্ছে জল

নবাব মল্লিক, মথুরাপুর: প্রচন্ড গরমে পানীয় জলের স্তর কমতে কমতে একেবারে নিচে নেমে গিয়েছে। ফলে নলকূপ থেকে ঠিকমতো পানীয় জল মিলছে না। সমস্যা সমাধানের জন্য গাড়িতে করে জল পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে। এমনই ঘটনা দেখা গেল মথুরাপুর ২ নং ব্লকে।
এই প্রান্তিক ব্লকটির জলের সমস্যা দূর করতে ফলতা-মথুরাপুর জলপ্রকল্প শুরু হয়েছিল। কিন্তু সেই প্রকল্প এখনও শেষ হয়নি। ফলে কোনো রকমে চলছিল জল নেওয়ার কাজ।
কিন্তু, বৈশাখ, জৈষ্ঠ্যের শেষের দিকে জলের স্তর একেবারে নিচে নেমে যাওয়ায় সমস্যা শুরু হয়েছে। এই সমস্যা সমাধান করতে স্থানীয় ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দফতর উদ্যোগী হয়।
advertisement
advertisement
ফলে শহরে যেমন জল দেওয়া হয়, ঠিক তেমনভাবে জল পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে-বাড়িতে। এই ঘটনায় খুশি সকলেই। তবে বৃষ্টি শুরু হলে জলের স্তর বাড়লে এই জল দেওয়া বন্ধ করা হবে।
সেই সঙ্গে ওয়াটার রিজার্ভার থেকে পাইপলাইন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। ফলতা মথুরাপুর জলপ্রকল্প চালু হলে এই সমস্যা আর থাকবেনা। এই বছরের মধ্যে প্রকল্প চালু হওয়ার সম্ভবনা রয়েছে। যা চালু হয়ে গেলে জলের সমস্যা দূর হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রচন্ড গরমে কমছে পানীয় জলের স্তর! সংকট মেটাতে প্রত্যন্ত গ্রামেও পানীয় জলের গাড়ি
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement