Accident: বাসে ঘনঘন চুরির অভিযোগ, পুলিশি তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Accident: হুগলির তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাসে চুরি করার অভিযোগে হাতেনাতে গ্রেফতার এক অভিযুক্ত। অভিযুক্তের নাম অসিত গুছাইত নামে এক দুষ্কৃতী। বাড়ি হুগলির আরামবাগ এলাকায়। অভিযোগ, গত কয়েকদিন ধরে তারকেশ্বর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ভেতর থেকে ঘন ঘন চুরির ঘটনা ঘটছিল।
হুগলি: হুগলির তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাসে চুরি করার অভিযোগে হাতেনাতে গ্রেফতার এক অভিযুক্ত। অভিযুক্তের নাম অসিত গুছাইত নামে এক দুষ্কৃতী। বাড়ি হুগলির আরামবাগ এলাকায়। অভিযোগ, গত কয়েকদিন ধরে তারকেশ্বর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ভেতর থেকে ঘন ঘন চুরির ঘটনা ঘটছিল। যা বাস মালিক ও যাত্রীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছিল। অবশেষে পুলিশি তৎপরতায় ধরা পড়ল সেই অভিযুক্ত।
আরও পড়ুনঃ হলুদ-আদা-লেবুর পানীয়তেই গলে যাবে ফ্যাট! ওজন কমাতে দুর্দান্ত কার্যকর ‘ম্যাজিক ড্রিংক’ কীভাবে বানাবেন? জানালেন বিশেষজ্ঞ
রবিবার বাস মালিক শ্রী অনন্ত কুণ্ডু-এর লিখিত অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়। অভিযোগ পাওয়ার পরই তারকেশ্বর থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। তদন্ত চলাকালীন পুলিশ বাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে।
advertisement
advertisement
পুলিশের জেরায় অভিযুক্ত অসীত গুচাইত বাসে চুরির ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে দাবী পুলিশের। তার কাছ থেকে চুরি যাওয়া কিছু টাকাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আজ সোমবার অভিযুক্তকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 7:25 PM IST

