মন ভাঙতে চলেছে আরসিবি ও কোহলি ফ্য়ানেদের? সামনে এল বড় আপডেট! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IPL 2026: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২৬ সালের আইপিএল আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কর্ণাটক রাজ্য সরকার জানিয়েছে, স্টেডিয়ামটি নিরাপত্তার সর্বোচ্চ মান পূরণ না করলে সেখানে কোনো বড় ইভেন্ট আয়োজনে অনুমতি দেওয়া হবে না।

News18
News18
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২৬ সালের আইপিএল আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কর্ণাটক রাজ্য সরকার জানিয়েছে, স্টেডিয়ামটি নিরাপত্তার সর্বোচ্চ মান পূরণ না করলে সেখানে কোনো বড় ইভেন্ট আয়োজনে অনুমতি দেওয়া হবে না। এ জন্য জনকল্যাণ বিভাগ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি পূর্ণাঙ্গ কাঠামোগত নিরাপত্তা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। NABL-সার্টিফায়েড বিশেষজ্ঞদের মাধ্যমে স্টেডিয়ামের গ্যালারি, স্ট্যান্ড ও পুরো কাঠামো পরীক্ষা করে দেখতে হবে এটি বড় দর্শকসমাগম সামলানোর মতো উপযোগী কি না।
গত জুনে চিন্নাস্বামী স্টেডিয়ামে মর্মান্তিক স্ট্যাম্পেডে ১১ জন প্রাণ হারানোর পর থেকেই ভেন্যুটিকে ঘিরে বিতর্ক তীব্র হয়। ঘটনার তদন্তে বিচারপতি জন মাইকেল ডি’কুনহা নেতৃত্বাধীন স্বাধীন কমিশন স্টেডিয়ামটিকে বৃহৎ ইভেন্ট আয়োজনের জন্য “মৌলিকভাবে অনিরাপদ” বলে ঘোষণা করে। কমিশনের মতে, এখানে বড় ম্যাচ আয়োজন করলে ভিড় নিয়ন্ত্রণ, জরুরি প্রতিক্রিয়া এবং শহরের যান চলাচল ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
advertisement
এই প্রতিবেদনের পর বিসিসিআইও কঠোর অবস্থানে যায়। মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলি বেঙ্গালুরু থেকে সরিয়ে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে নেওয়া হয়। একইভাবে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে চলা পুরুষদের টি২০ বিশ্বকাপেও চিন্নাস্বামী স্টেডিয়ামকে কোনো ম্যাচ দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের জনপ্রিয় ক্রিকেট ভেন্যুটি কার্যত আন্তর্জাতিক ও বড় ঘরোয়া ম্যাচ আয়োজন থেকে বাদের তালিকায় পড়ে যাচ্ছে।
advertisement
advertisement
আইপিএলের শুরুর পর থেকেই চিন্নাস্বামী স্টেডিয়াম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ হিসেবে পরিচিত। দর্শকবান্ধব পরিবেশের জন্য এটি ভারতের অন্যতম সেরা ভেন্যু হিসেবে খ্যাত। তবে ২০২৬ সালের আইপিএল ফিরতে হলে স্টেডিয়ামটিকে স্বাধীন বিশেষজ্ঞদের নিরাপত্তা সংক্রান্ত সার্টিফিকেট পেতেই হবে—এমনটাই স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। এখন পরীক্ষার ফলের ওপরই নির্ভর করছে আরসিবির ঘরের মাঠে ক্রিকেট ফিরবে কি না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মন ভাঙতে চলেছে আরসিবি ও কোহলি ফ্য়ানেদের? সামনে এল বড় আপডেট! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement