Virat Kohli: এবার মুখ খুললেন কোহলি! জানিয়ে দিলেন টেস্টে তিনি ফিরবেন কিনা, কী জানালেন বিরাট

Last Updated:
Virat Kohli: তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা রাঁচিতে আরও একবার প্রমাণ করেছেন বিরাট কোহলি। রাঁচিতে ম্যাত উইনিং ইনিংস খেলার পর মুখ খুললেন টেস্ট কামব্যাক নিয়ে।
1/6
তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা রাঁচিতে আরও একবার প্রমাণ করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে তাঁর ৫২তম সেঞ্চুরি শুধু জয় এনে দেয়নি, আবারও প্রমাণ করেছে—কোহলি এখনও আগের মতোই ধারালো, আত্মবিশ্বাসী। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ, উইকেটের মাঝে তীক্ষ্ণ দৌড় এবং অতুলনীয় ফিটনেস—সব মিলিয়ে এটি ছিল ‘ভিনটেজ কোহলি’র এক নিখুঁত উদাহরণ।
তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা রাঁচিতে আরও একবার প্রমাণ করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে তাঁর ৫২তম সেঞ্চুরি শুধু জয় এনে দেয়নি, আবারও প্রমাণ করেছে—কোহলি এখনও আগের মতোই ধারালো, আত্মবিশ্বাসী। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ, উইকেটের মাঝে তীক্ষ্ণ দৌড় এবং অতুলনীয় ফিটনেস—সব মিলিয়ে এটি ছিল ‘ভিনটেজ কোহলি’র এক নিখুঁত উদাহরণ।
advertisement
2/6
তাঁর এই ফর্মই নতুন করে জোরালো করে তোলে আলোচনা—কোহলি কি টেস্ট থেকে অবসর ভেঙে ফিরবেন? তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি নিজ মুখে জানিয়ে দেন, এ ধরনের গুঞ্জনে কোনো সত্যতা নেই। কোহলির স্পষ্ট বক্তব্য, ভবিষ্যতেও তিনি কেবলমাত্র একটি ফরম্যাটেই খেলবেন এবং সেটাই তাঁর কাছে সঠিক পথ।
তাঁর এই ফর্মই নতুন করে জোরালো করে তোলে আলোচনা—কোহলি কি টেস্ট থেকে অবসর ভেঙে ফিরবেন? তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি নিজ মুখে জানিয়ে দেন, এ ধরনের গুঞ্জনে কোনো সত্যতা নেই। কোহলির স্পষ্ট বক্তব্য, ভবিষ্যতেও তিনি কেবলমাত্র একটি ফরম্যাটেই খেলবেন এবং সেটাই তাঁর কাছে সঠিক পথ।
advertisement
3/6
কোহলি বলেন, দীর্ঘ ১৫–১৬ বছরে ৩০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে—যতদিন ফিটনেস, রিফ্লেক্স এবং ব্যাটিং ছন্দ ঠিক থাকে, ততদিন তাঁর খেলায় কোনো সমস্যা নেই। তিনি আরও জানান, ফর্মে সামান্য পতন পরলে অতিরিক্ত ম্যাচ খোঁজা প্রয়োজন হয়, কিন্তু ব্যাটে ভালো লাগলে এবং মনোযোগ ধরে রাখতে পারলে অভিজ্ঞতাই যথেষ্ট হয়ে ওঠে।
কোহলি বলেন, দীর্ঘ ১৫–১৬ বছরে ৩০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে—যতদিন ফিটনেস, রিফ্লেক্স এবং ব্যাটিং ছন্দ ঠিক থাকে, ততদিন তাঁর খেলায় কোনো সমস্যা নেই। তিনি আরও জানান, ফর্মে সামান্য পতন পরলে অতিরিক্ত ম্যাচ খোঁজা প্রয়োজন হয়, কিন্তু ব্যাটে ভালো লাগলে এবং মনোযোগ ধরে রাখতে পারলে অভিজ্ঞতাই যথেষ্ট হয়ে ওঠে।
advertisement
4/6
এদিকে, কোহলির সম্ভাব্য টেস্ট প্রত্যাবর্তন নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে ক্রিকবাজের একটি প্রতিবেদনের পর। সেখানে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড মহলে তাঁর সঙ্গে যোগাযোগের আইডিয়া নিয়ে ভাবনা শুরু হয়েছে। শুধু কোহলি নন, আরেকজন সদ্য অবসর নেওয়া ক্রিকেটারও নাকি টেস্টে ফেরার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন।
এদিকে, কোহলির সম্ভাব্য টেস্ট প্রত্যাবর্তন নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে ক্রিকবাজের একটি প্রতিবেদনের পর। সেখানে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড মহলে তাঁর সঙ্গে যোগাযোগের আইডিয়া নিয়ে ভাবনা শুরু হয়েছে। শুধু কোহলি নন, আরেকজন সদ্য অবসর নেওয়া ক্রিকেটারও নাকি টেস্টে ফেরার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন।
advertisement
5/6
দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হতাশাজনক ২-০ ঘরের মাঠের সিরিজ হারই এসব আলোচনা নতুন করে উসকে দেয়। প্রধান কোচ গৌতম গম্ভীর এই ব্যর্থতার কারণ হিসেবে দলের রূপান্তরপর্ব ও অভিজ্ঞতার ঘাটতিকে চিহ্নিত করেছেন। তিনি মনে করছেন, দলে অভিজ্ঞ সিনিয়রদের অনুপস্থিতি বড় পার্থক্য তৈরি করেছে।
দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হতাশাজনক ২-০ ঘরের মাঠের সিরিজ হারই এসব আলোচনা নতুন করে উসকে দেয়। প্রধান কোচ গৌতম গম্ভীর এই ব্যর্থতার কারণ হিসেবে দলের রূপান্তরপর্ব ও অভিজ্ঞতার ঘাটতিকে চিহ্নিত করেছেন। তিনি মনে করছেন, দলে অভিজ্ঞ সিনিয়রদের অনুপস্থিতি বড় পার্থক্য তৈরি করেছে।
advertisement
6/6
গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই টেস্ট দল থেকে বিদায় নিয়েছেন কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। এর আগেই বাদ পড়েন চেতেশ্বর পুজারা ও অজিঙ্কে রাহানে। ফলে নেতৃত্ব ও অভিজ্ঞতার বড় শূন্যতা তৈরি হয়েছে। এসব কারণেই আবারও অবসরমূলক সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রসঙ্গ সামনে আসছে ভারতীয় ক্রিকেটে।
গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই টেস্ট দল থেকে বিদায় নিয়েছেন কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। এর আগেই বাদ পড়েন চেতেশ্বর পুজারা ও অজিঙ্কে রাহানে। ফলে নেতৃত্ব ও অভিজ্ঞতার বড় শূন্যতা তৈরি হয়েছে। এসব কারণেই আবারও অবসরমূলক সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রসঙ্গ সামনে আসছে ভারতীয় ক্রিকেটে।
advertisement
advertisement
advertisement