Virat Kohli: এবার মুখ খুললেন কোহলি! জানিয়ে দিলেন টেস্টে তিনি ফিরবেন কিনা, কী জানালেন বিরাট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা রাঁচিতে আরও একবার প্রমাণ করেছেন বিরাট কোহলি। রাঁচিতে ম্যাত উইনিং ইনিংস খেলার পর মুখ খুললেন টেস্ট কামব্যাক নিয়ে।
তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা রাঁচিতে আরও একবার প্রমাণ করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে তাঁর ৫২তম সেঞ্চুরি শুধু জয় এনে দেয়নি, আবারও প্রমাণ করেছে—কোহলি এখনও আগের মতোই ধারালো, আত্মবিশ্বাসী। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ, উইকেটের মাঝে তীক্ষ্ণ দৌড় এবং অতুলনীয় ফিটনেস—সব মিলিয়ে এটি ছিল ‘ভিনটেজ কোহলি’র এক নিখুঁত উদাহরণ।
advertisement
advertisement
কোহলি বলেন, দীর্ঘ ১৫–১৬ বছরে ৩০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে—যতদিন ফিটনেস, রিফ্লেক্স এবং ব্যাটিং ছন্দ ঠিক থাকে, ততদিন তাঁর খেলায় কোনো সমস্যা নেই। তিনি আরও জানান, ফর্মে সামান্য পতন পরলে অতিরিক্ত ম্যাচ খোঁজা প্রয়োজন হয়, কিন্তু ব্যাটে ভালো লাগলে এবং মনোযোগ ধরে রাখতে পারলে অভিজ্ঞতাই যথেষ্ট হয়ে ওঠে।
advertisement
advertisement
advertisement
