Winter Short Tour: শীতের ছুটিতে ২-৩দিনের জন্য ঘুরে আসুন মহিষাদল রাজবাড়ি, অপূর্ব অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, খরচ সামান্যই হবে

Last Updated:
East Medinipur News: রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম উল্লেখযোগ্য নাম মহিষাদল রাজবাড়ি। সারা বছরই রাজ বাড়িতে পর্যটকের সংখ্যা লেগেই আছে। তবে এবার শীতের সময় পর্যটকদের চমক দিতে প্রস্তুত মহিষাদল রাজবাড়ি।
1/8
মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক স্থান মহিষাদল। পূর্ব মেদিনীপুর জেলার যে কটি রাজবাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম ও বিখ্যাত হল মহিষাদল রাজবাড়ি। জেলা তথা রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে এই রাজবাড়ি৷ (সৈকত শী)
মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক স্থান মহিষাদল। পূর্ব মেদিনীপুর জেলার যে কটি রাজবাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম ও বিখ্যাত হল মহিষাদল রাজবাড়ি। জেলা তথা রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে এই রাজবাড়ি৷ (সৈকত শী)
advertisement
2/8
এই রাজবাড়িতে বিভিন্ন সময়ে সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের জন্য এসেছেন বাংলা তথা হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা। শীতের সময় যে কোনও ছুটির দিন বা সপ্তাহ শেষে পিকনিক বা ঘোরার আনন্দকে উপভোগ করতে হলে চলে আসুন মহিষাদল রাজবাড়ি।
এই রাজবাড়িতে বিভিন্ন সময়ে সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের জন্য এসেছেন বাংলা তথা হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা। শীতের সময় যে কোনও ছুটির দিন বা সপ্তাহ শেষে পিকনিক বা ঘোরার আনন্দকে উপভোগ করতে হলে চলে আসুন মহিষাদল রাজবাড়ি।
advertisement
3/8
বাংলায় মুগল রাজত্বে আকবরের সেনাবাহিনীতে উচ্চপদে আসীন ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি নদীপথে এসেছিলেন মহিষাদলের কাছে গেঁওখালিতে। তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নেন মহিষাদলের রাজত্ব। পরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তন আরও বাড়তে থাকে। তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই রাজবাড়ি। প্রথম প্রাসাদের নাম রঙ্গিবসনা। দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয়টির নাম ফুলবাগ। তবে সব প্রাসাদে পর্যটদের প্রবেশাধিকার নেই। কেবল মাত্র ফুলবাগেই পর্যটকরা থাকতে দেওয়া হয়।
বাংলায় মুগল রাজত্বে আকবরের সেনাবাহিনীতে উচ্চপদে আসীন ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি নদীপথে এসেছিলেন মহিষাদলের কাছে গেঁওখালিতে। তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নেন মহিষাদলের রাজত্ব। পরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তন আরও বাড়তে থাকে। তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই রাজবাড়ি। প্রথম প্রাসাদের নাম রঙ্গিবসনা। দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয়টির নাম ফুলবাগ। তবে সব প্রাসাদে পর্যটদের প্রবেশাধিকার নেই। কেবল মাত্র ফুলবাগেই পর্যটকরা থাকতে দেওয়া হয়।
advertisement
4/8
বর্তমানে এই ফুলবাগ প্রাসাদের ভিতরে একটি ছোট মিউজিয়ামে ও তৈরি হয়েছে পর্যটকদের জন্য। যেখানে রাখা হয়েছে রাজ পরিবারে এর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, আসবাবপত্র ও কামান। কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের মহিষাদল বাসস্ট্যান্ডে নেমে ৫ থেকে ৭ মিনিটের হাঁটা রাস্তা। চাইলে টোটো করেও আসতে পারেন। ভাড়া পড়বে ১০ টাকা। হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কাপাসএ্যাড়ায়। সেখান থেকে বাসে বা টোটোয় করে সিনেমা মোড়। থেকে পায়ে হেঁটে রাজবাড়ি।
বর্তমানে এই ফুলবাগ প্রাসাদের ভিতরে একটি ছোট মিউজিয়ামে ও তৈরি হয়েছে পর্যটকদের জন্য। যেখানে রাখা হয়েছে রাজ পরিবারে এর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, আসবাবপত্র ও কামান। কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের মহিষাদল বাসস্ট্যান্ডে নেমে ৫ থেকে ৭ মিনিটের হাঁটা রাস্তা। চাইলে টোটো করেও আসতে পারেন। ভাড়া পড়বে ১০ টাকা। হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কাপাসএ্যাড়ায়। সেখান থেকে বাসে বা টোটোয় করে সিনেমা মোড়। থেকে পায়ে হেঁটে রাজবাড়ি।
advertisement
5/8
এছাড়াও প্রাইভেট কারে সরাসরি রাজবাড়ির গেটে আসা যায়। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে সাউথইস্টার্ন লাইনের ট্রেন ধরে নামতে হবে মহিষাদল। সেখান থেকে মাত্র ২ কিমি গেলেই রাজবাড়ি।
এছাড়াও প্রাইভেট কারে সরাসরি রাজবাড়ির গেটে আসা যায়। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে সাউথইস্টার্ন লাইনের ট্রেন ধরে নামতে হবে মহিষাদল। সেখান থেকে মাত্র ২ কিমি গেলেই রাজবাড়ি।
advertisement
6/8
রাতে থাকার ব্যবস্থা রয়েছে। ৬ জনের সুইট, ৩ শয্যার ঘর ও ২ শয্যার ঘর। ভাড়া পড়বে ৫-৮ হাজার টাকা। প্রাতরাশ কমপ্লিমেন্টারি। সকাল থেকে বিকেল পর্যন্ত থাকারও ব্যবস্থা রয়েছে। তবে তা নিয়ে সরাসরি কথা বলে নেওয়াই ভাল সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে। ৯৮৩০৫৪৭৭৫৯ নম্বরে ফোন করলে সব রকম সাহায্য পাবেন। মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেসের ভেতর মিউজিয়াম। রাজবাড়ির কুল দেবতা গোপাল জিউর মন্দির। রাজবাড়ির বিখ্যাত আমবাগান। 
রাতে থাকার ব্যবস্থা রয়েছে। ৬ জনের সুইট, ৩ শয্যার ঘর ও ২ শয্যার ঘর। ভাড়া পড়বে ৫-৮ হাজার টাকা। প্রাতরাশ কমপ্লিমেন্টারি। সকাল থেকে বিকেল পর্যন্ত থাকারও ব্যবস্থা রয়েছে। তবে তা নিয়ে সরাসরি কথা বলে নেওয়াই ভাল সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে। ৯৮৩০৫৪৭৭৫৯ নম্বরে ফোন করলে সব রকম সাহায্য পাবেন। মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেসের ভেতর মিউজিয়াম। রাজবাড়ির কুল দেবতা গোপাল জিউর মন্দির। রাজবাড়ির বিখ্যাত আমবাগান।
advertisement
7/8
বর্তমানে মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজবাড়ি চত্তরের পুকুরে বোটিং এর ব্যবস্থা করা হয়েছে। আদুরেই রয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতিধন্য গান্ধী কুটির।
বর্তমানে মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজবাড়ি চত্তরের পুকুরে বোটিং এর ব্যবস্থা করা হয়েছে। আদুরেই রয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতিধন্য গান্ধী কুটির।
advertisement
8/8
রাজবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে রয়েছে গেঁওখালি। এছাড়াও গেঁওখালির রাস্তায় কাছে-পিঠে আছে পর্তুগিজপাড়া। ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারিতে এই পর্তুগিজ পাড়ার একেবারে ভিন্নরূপে সেজে ওঠে। রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম উল্লেখযোগ্য নাম মহিষাদল রাজবাড়ি। সারা বছরই রাজ বাড়িতে পর্যটকের সংখ্যা লেগেই আছে। তবে এবার শীতের সময় পর্যটকদের চমক দিতে প্রস্তুত মহিষাদল রাজবাড়ি।
রাজবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে রয়েছে গেঁওখালি। এছাড়াও গেঁওখালির রাস্তায় কাছে-পিঠে আছে পর্তুগিজপাড়া। ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারিতে এই পর্তুগিজ পাড়ার একেবারে ভিন্নরূপে সেজে ওঠে। রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম উল্লেখযোগ্য নাম মহিষাদল রাজবাড়ি। সারা বছরই রাজ বাড়িতে পর্যটকের সংখ্যা লেগেই আছে। তবে এবার শীতের সময় পর্যটকদের চমক দিতে প্রস্তুত মহিষাদল রাজবাড়ি।
advertisement
advertisement
advertisement