Nabanna News: রাজ্যের নয়া লোকায়ুক্ত প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, স্থির হল মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও

Last Updated:

যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু৷ তাঁর বক্তব্য, ‘‘দুর্নীতিগ্রস্তদের সঙ্গে বৈঠকে বসার প্রশ্নই নেই৷ তাছাড়া, খগেন মূর্মূকে (বিজেপি সাংসদ) রক্তাক্ত দেখার পরে তো কোনও বৈঠকে যোগদান সম্ভব নয়৷ ’’

News18
News18
কলকাতা: সোমবার নবান্নে একটি বিশেষ বৈঠকে রাজ্যের নয়া লোকায়ুক্ত হিসাবে বেছে নেওয়া হল অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে৷ প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত হলেন রাজ্যের নয়া লোকায়ুক্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল সোমবার। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও৷ যদিও এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লোকায়ুক্ত কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকেই নয়া লোকায়ুক্ত হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নাম সর্বজন গ্রাহ্য হিসাবে নির্বাচিত হয়৷
অন্যদিকে, এদিনই স্থির হয়, এবার থেকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য৷
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রত্যেক বছর নির্দিষ্ট বিধি মেনে লোকায়ুক্ত কমিটির বৈঠক হয় নবান্নে৷ বিধি মোতাবেক এই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিত থাকাটা রীতি৷ সেই মতো রাজ্যের বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ পাঠানো হয়েছিল বলে নবান্ন সূত্রের খবর৷ কিন্তু, এদিনের বৈঠকে যোগ দেননি তিনি৷
এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু৷ তাঁর বক্তব্য, ‘‘দুর্নীতিগ্রস্তদের সঙ্গে বৈঠকে বসার প্রশ্নই নেই৷ তাছাড়া, খগেন মূর্মূকে (বিজেপি সাংসদ) রক্তাক্ত দেখার পরে তো কোনও বৈঠকে যোগদান সম্ভব নয়৷ ’’
advertisement
১৯৮৭ সাল থেকে শুরু৷ দীর্ঘ কর্মজীবন ধরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিলজজ (সিনিয়র ডিভিশন), জেলা ও দায়রা বিচারক এবং কলকাতার সিটি সিভিল কোর্টের প্রধান বিচারক পদ সহ বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন৷ বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত হাইকোর্টের রেজিস্ট্রার হিসাবেও দায়িত্বে ছিলেন৷ ২০২১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবেও নিযুক্ত হন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত৷ ২০২৩ সালের ২৪ জুন তিনি অবসর গ্রহণ করেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna News: রাজ্যের নয়া লোকায়ুক্ত প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, স্থির হল মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement