Parliament Winter Session: পোষ্য কুকুরকে সংসদ ভবন চত্বরে এলেন কংগ্রেস সাংসদ, রেণুকা চৌধুরীর মন্তব্যে জোর বিতর্ক! ‘ক্ষমা চান,’ দাবি বিজেপির

Last Updated:

কংগ্রেস সাংসদের দাবি, কুকুররা একেবারেই হিংস্র নয়৷ আর তাঁর পোষ্য শুধু তাঁর গাড়ির ভিতরে তাঁকে সঙ্গ দিতে এসেছিল৷ এরপরেই কংগ্রেস সাংসদের কটাক্ষ, ‘‘আসলে যাঁরা সত্যিই কামড়ায় তাঁরা ভিতরে রয়েছে৷’’

News18
News18
নয়াদিল্লি: আজ, সোমবার থেকে শুরু হল লোকসভার শীতকালীন অধিবেশন৷ দিনভর যা উত্তপ্ত থাকল বিরোধীদের এসআইআর বিরোধী বিক্ষোভে৷ কিন্তু এর মাঝেই তৈরি হল নতুন বিতর্ক৷ কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী নিজের পোষ্য কুকুর কে নিয়ে এলেন সংসদে৷ যা নিয়ে তাঁর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদেরা৷
কংগ্রেস সাংসদ রেণুকাকে যখন তাঁর পোষ্যকে সংসদে আনার বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার পশু পছন্দ করে না৷ কী ক্ষতি আছে, যদি একটা ছোট্ট, নিষ্পাপ পশুকে ভিতরে আনা হয়৷’’
advertisement
advertisement
কংগ্রেস সাংসদের দাবি, কুকুররা একেবারেই হিংস্র নয়৷ আর তাঁর পোষ্য শুধু তাঁর গাড়ির ভিতরে তাঁকে সঙ্গ দিতে এসেছিল৷ এরপরেই কংগ্রেস সাংসদের কটাক্ষ, ‘‘আসলে যাঁরা সত্যিই কামড়ায় তাঁরা ভিতরে রয়েছে৷’’
এদিকে কংগ্রেস সাংসদের এই কাজের তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল৷ তিনি বলেন, ‘‘রেণুকা চৌধুরী একটা কুকুর নিয়ে সংসদে এসেছেন৷ তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার৷ ক্ষমতা থাকলেই তার অপব্যবহার তিনি করতে পারেন না৷’’
advertisement
পরে বিজেপি মুখপাত্র শেহজাদ পুণাওয়ালাও সংসদ চত্বরে রেণুকা চৌধুরীর কুকুর আনা নিয়ে তাঁর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেন৷
শেহজাদ বলেন, ‘‘তিনি (রেণুকা চৌধুরী) সংসদে একটি কুকুর নিয়ে এসেছিলেন, এবং যখন তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন যে যাঁরা কামড়ায় তাঁরা ভিতরে থাকে। তার মানে সংসদ, সংসদীয় কর্মী, সাংসদরা, তাঁর মতে কুকুর। অতীতে, অপারেশন মহাদেব এবং অপারেশন সিন্দুর নিয়ে উপহাস করার সময় তিনি আমাদের জওয়ানদের অপমান করেছেন।’’
advertisement
যদিও সংসদীয় নিরাপত্তরক্ষীরা জানিয়েছেন, এক্ষেত্রে কোনও নিয়ম লঙ্ঘন করেননি কংগ্রেস সাংসদ৷ কারণ, গাড়়ি থেকে এমন কেউ বের হননি, যাঁর বের হওয়া সংসদ চত্বরে অননুমোদিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Winter Session: পোষ্য কুকুরকে সংসদ ভবন চত্বরে এলেন কংগ্রেস সাংসদ, রেণুকা চৌধুরীর মন্তব্যে জোর বিতর্ক! ‘ক্ষমা চান,’ দাবি বিজেপির
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement