School Service Commission: নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ ২৬৯ ‘অযোগ্য’! সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ফের ঝারাই-বাছাই শুরু SSC-র
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধীদের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য থাকা সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধিরা সুযোগ পেতে পারে এই সিদ্ধান্তে অনড় ছিল এসএসসি।
কলকাতা: এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল ২৬৯ জন ‘অযোগ্য’কে। বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকা প্রথম দফায় ৩০ অগাস্ট প্রকাশ করার পরেও নবম দশম ও একাদশ দ্বাদশ এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে রেখেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এসএসসি ফের চিহ্নিত করা শুরু করে। সেই প্রক্রিয়া শুরু করার পর ২৬৯ জন ‘অযোগ্য’কে তারা খুঁজে পায়, যারা এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষাও পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। এমনকি, ভেরিফিকেশন প্রক্রিয়া অংশ নিয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশনের তরফের নির্দেশিকা জারি করে তাদের বাতিল করা হল এবার।
অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধীদের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য থাকা সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধিরা সুযোগ পেতে পারে এই সিদ্ধান্তে অনড় ছিল এসএসসি। সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য শারীরিক প্রতিবন্ধীদেরও নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল এসএসসি। ৮ জন শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করে দেওয়া হল যারা অযোগ্য ছিলেন ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায়।
advertisement
advertisement
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘৩০ অগাস্ট আমরা অযোগ্যদের তালিকা প্রথম দফায় প্রকাশ করেছিলাম। সেই সময় আমরা জানিয়েছিলাম কোনও অযোগ্য আবেদন করতে পারবেন না, বা নিয়োগে অংশ নিতে পারবেন না। সেই সময় আমরা অযোগ্যদের মধ্য থেকে অনেকেই বাদ দিয়েছিলাম। তারপর আমরা আবার গোটা তালিকা খতিয়ে রেখেছি। খতিয়ে দেখার পরেই এই ২৬৯ জনকে চিহ্নিত করা হয়েছে যারা অযোগ্যদের মধ্যে থেকে আবেদন করে রেখেছিলেন। এদের মধ্যে কেউ কেউ বাবার নামে পরিবর্তে মায়ের নাম ও ব্যবহার করেছিলেন।’’
advertisement
শুধু তাই নয়, এসএসসি নোটিস করে তা জানিয়েছে, কেউ যদি খবর পান তালিকায় অযোগ্যরা ঢুকে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে তা জানান। অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমেও জানাতে পারেন অথবা এসএসসি কে ই-মেইল করেও জানাতে পারেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Nov 29, 2025 10:50 AM IST










