East Medinipur: দু’টো সেমিস্টারেই ফার্স্ট বয়কে টপকে গিয়েছিল..ক্লাসের সেকেন্ড গার্লের জলের বোতলে তাই বিষ! সরকারি স্কুলে ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

ওই ক্লাসের ফার্স্ট বয় জলের বোতলে কীটনাশক মেশানোর বিষয়টি স্বীকার করে নেয় বলে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ৷ ওই ছাত্রটি নাকি শিক্ষকদের জানিয়েছে, তাকে এক অজ্ঞাতপরিচয় যুবক ওই কীটনাশক দিয়ে, এক ছাত্রীর জলের বোতলে মিশিয়ে দেওয়ার কথা বলেন৷

News18
News18
পাঁশকুড়া, সুজিত ভৌমিক: সবেমাত্র ক্লাস সিক্স৷ ষষ্ঠ শ্রেণি৷ তাতেই পড়াশোনার প্রতিযোগিতা ঘিরে সহপাঠিনীর প্রতি ঈর্ষা? আর সেই ঈর্ষার থেকেই কি না মেধাবী ছাত্র ঘটিয়ে ফেলল এমন ঘটনা? বিষয়টি যেন বিশ্বাসই করতে পারছেন না পাঁশকুড়ার সংশ্লিষ্ট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা৷ হিংসার বশে সম্ভবত ক্লাসের সেকেন্ড গার্লের জলের বোতলে ‘বিষ’ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে৷
পূর্ব মেদিনীপুরে ভয়ঙ্কর ঘটনা৷ সহপাঠীনির জলের বোতলে কীটনাশক মেশানোর অভিযোগ উঠল তাঁরই সতীর্থের বিরুদ্ধে৷ থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন সেই স্কুলের প্রধান শিক্ষক৷ ঘটনাস্থলে পুলিশ, উদ্ধার করা হয় ওই জলের বোতলটি।
advertisement
advertisement
মঙ্গলবার দুপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী মিড ডে মিলের খাবার খেয়ে ক্লাসে যাওয়ার পর, তার পাশে বসা বন্ধুর বোতলে জল খায়৷ কিন্তু, জল খাওয়ার সময় স্বাদটা তেতো তেতো লাগে৷ তখনই সেই জলের বোতল ফেলে দেয় সে৷ পরে তার সহপাঠীরা জলে কটূ গন্ধ পাচ্ছে বলে জানালে, ওই ছাত্রী স্কুলের শিক্ষককে পুরো বিষয়টি জানায়৷ এই ঘটনায় ওই ক্লাসেরই বেশ কয়েকজন ছাত্রকে সন্দেহের তালিকায় নিয়ে স্কুলের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে, ওই ক্লাসেরই ‘ফার্স্ট বয়’কে চিহ্নিত করে তারা৷
advertisement
ওই ক্লাসের ফার্স্ট বয় জলের বোতলে কীটনাশক মেশানোর বিষয়টি স্বীকার করে নেয় বলে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ৷ ওই ছাত্রটি নাকি শিক্ষকদের জানিয়েছে, তাকে এক অজ্ঞাতপরিচয় যুবক ওই কীটনাশক দিয়ে, এক ছাত্রীর জলের বোতলে মিশিয়ে দেওয়ার কথা বলেন৷ ওই ছাত্রের দাবি, প্রথমে ভয় লাগলেও পরে ওই অজ্ঞাত পরিচয় যুবকটি মারধরের ভয় দেখালে মঙ্গলবার স্কুলের টিফিনের সময় ওই সহপাঠীর জলের বোতলে কীটনাশকটি মিশিয়ে দেয়৷
advertisement
যদিও ওই স্কুলের এক শিক্ষকের অনুমান, ওই ছেলেটির প্রথম থেকেই ক্লাসের ফার্স্ট হয়, ছেলেটি দিনের বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকত, ছেলেটির এক সহপাঠীনি প্রথম দু’টি সেমিস্টারে ছেলেটির থেকে বেশি নম্বর পাওয়ায়, ভয় বশত অথবা ‘ইগো হার্ট’ হওয়ায়, ওই ছাত্রীটি যাতে তার থেকে এগিয়ে না যেতে পারে, তাই ওই ছাত্রীর ব্যাগের পাশে রাখা একটি জলের বোতলে কীটনাশক মিশিয়ে দেয় সে৷
advertisement
ওই শিক্ষক জানিয়েছে, জলের বোতলটি অন্য এক সহপাঠীর কাছে থাকায়, সে ওই বোতলে জল খাচ্ছিল, সেই সময়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে৷ যদিও এই ঘটনায় ছাত্রটি পুরোপুরি সুস্থ রয়েছে। গতকাল, অর্থাৎ বুধবার ওই স্কুলের প্রধান শিক্ষক পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে, তবে কী কারণে বোতলের জলে কীটনাশক মিশিয়ে ছিল তা তদন্ত ছাড়া স্পষ্ট নয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur: দু’টো সেমিস্টারেই ফার্স্ট বয়কে টপকে গিয়েছিল..ক্লাসের সেকেন্ড গার্লের জলের বোতলে তাই বিষ! সরকারি স্কুলে ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement