Vastu Tips for Marriage: ফুলশয্যার ঘর যে ভাবে সাজালে সুখ উপচে পড়বে নবদম্পতির জীবনে, বাস্তু মতে কোন রং সবচেয়ে শুভ, জেনে নিন জ্যোতিষীর পরামর্শ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vastu Tips for Marriage: ফুলশয্যার ঘর কেমন হওয়া উচিত বাস্তু মতে জানতে চান? কোন দিকের বেডরুম শুভ, কোন রং প্রেম বাড়ায়, কেমন আলো উপযুক্ত—এসব নিয়ম মেনে সাজালে নবদম্পতির দাম্পত্য জীবন সুখ ও ভালোবাসায় ভরে ওঠে
বিয়ে মানেই হাজার গোছগাছ, আয়োজন, কেনাকাটি - সব মিলিয়ে এক হই হই ব্যাপার। বিয়ের কোনও আয়োজনে যাতে কোনও খুঁত না থাকে, তা নিশ্চিত করতে দুই পরিবারের চেষ্টার অন্ত থাকে না। তার সঙ্গে খেয়াল রাখতে বিয়ের সব শুভ আচারগুলি সম্পর্কে। বিয়ে সুষ্ঠু ভাবে সব আচার মেনে সম্পূর্ণ হলে নবদম্পতির জীবন সুখ ও ভালবাসার ভরে থাকে বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
advertisement
ফুলশয্যা দিয়েই শুরু হয় নবদম্পতির জীবন। নতুন জীবনের সূচনা হিসেবে তাই বাস্তু অনুসারে ফুলশয্যার ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবদম্পতির জীবন কতটা আনন্দময় হবে, তা ফুলশয্যার ঘরের ছোটখাটো ডেকরেশনের উপর অনেকাংশে নির্ভর করে। কারণ ফুলশয্যা দিয়েই নতুন জীবনের পথে একসঙ্গে চলা শুরু করে দুটি মানুষ। ফুলশয্যার ফুলের মতোই তাঁদের আগামী জীবনের পথ যাতে ফুল বিছানো হয়, তার জন্য কী করতে হবে জেনে নিন।
advertisement
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, বাস্তু অনুসারে নবদম্পতির ঘর হতে হবে দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে। এই দিকে বেডরুম থাকলে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে বলে মনে করা হয়। দু’জনের মধ্যে বোঝাপড়াও ভাল হয়। কারণ বাস্তু অনুসারে এই দুই দিক হল প্রেম ভালোবাসার দিক। এই দিকে বেডরুম হলে বিবাহিত জীবনে প্রেম বাড়বে।
advertisement
advertisement
advertisement











