৪০ জন যাত্রী নিয়ে ছুটছিল বাস..., আচমকা ভয়াবহ দুর্ঘটনা বহরমপুরে, চিৎকার, কান্নার রোল... আহত ১২
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Accident News: বহরমপুর কান্দি রাজ্যে সড়কের উপর কলাবাগান এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি বেসরকারি বাস। ঘটনার জেরে প্রাণে বাঁচলেও আহত হন ১২ জন বাসযাত্রী।
মুর্শিদাবাদ: বহরমপুর কান্দি রাজ্যে সড়কের উপর কলাবাগান এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি বেসরকারি বাস। ঘটনার জেরে প্রাণে বাঁচলেও আহত হন ১২ জন বাসযাত্রী।
ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বহরমপুর কান্দি রাজ্য সড়কের উপর ওভার টেক করতে গিয়ে চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে পড়ে যাত্রীবাহী বাস।
advertisement
advertisement
অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসের যাত্রী-সহ চালক ও কনট্রাকটর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কান্দি বহরমপুর রাজ্যসড়কের বহরমপুর থানার কলাবাগান এলাকায়। এই ঘটনায় বাস চালকের ওভারটেকের কারণে দুর্ঘটনা বলে দাবি করেছেন যাত্রীরা।
advertisement
বাসের মধ্যে থাকা যাত্রী আয়েষা বারুই জানিয়েছেন, কান্দি থেকে বহরমপুরগামী ওই বেসরকারি বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল বাসটি। তখনই সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ও নয়ানজুলিতে নেমে যায় বেসরকারি বাসটি।
advertisement
যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় লোকজন। বাসের ভিতর থেকে একে একে যাত্রীদের বেড় করে আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটে যেতে পারত বড়সড় কোনও দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। আহত অবস্থায় বেশ কয়েকজনকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধারের কাজ শুরু করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 8:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪০ জন যাত্রী নিয়ে ছুটছিল বাস..., আচমকা ভয়াবহ দুর্ঘটনা বহরমপুরে, চিৎকার, কান্নার রোল... আহত ১২