KKR News: একসঙ্গে বাদ ১০ জন! নিলামের আগে বড় চমক দেবে কেকেআর? তালিকায় একের পর এক তারকা!

Last Updated:
KKR Might Release 10 Star Players: গত মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও হতাশাজনক পারফরম্যান্স করেছিল কলকাতা নাইট রাইডার্স। অষ্টম স্থানে শেষ করেছিল নাইটরা। একাধিক প্লেয়ারের পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্ন।
1/7
গত মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও হতাশাজনক পারফরম্যান্স করেছিল কলকাতা নাইট রাইডার্স। অষ্টম স্থানে শেষ করেছিল নাইটরা। একাধিক প্লেয়ারের পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্ন।
গত মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও হতাশাজনক পারফরম্যান্স করেছিল কলকাতা নাইট রাইডার্স। অষ্টম স্থানে শেষ করেছিল নাইটরা। একাধিক প্লেয়ারের পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্ন।
advertisement
2/7
সামনেই আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। ১৫ নভেম্বররের মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেনশন তালিকা জমা দিতে। নতুন মরশুমে নতুন করে দল গোছাতে ও শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চাইছে কেকেআর।
সামনেই আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। ১৫ নভেম্বররের মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেনশন তালিকা জমা দিতে। নতুন মরশুমে নতুন করে দল গোছাতে ও শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চাইছে কেকেআর।
advertisement
3/7
ফলে মিনি নিলানের আগে দলের একাধিক প্লেয়ারকে রিলিজ করে দিতে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় থাকতে পারে একের পর এক তারকাদেদের নামও। মোট ১০ জন প্লেয়ার রিলিজ করতে পারে নাইটরা।
ফলে মিনি নিলানের আগে দলের একাধিক প্লেয়ারকে রিলিজ করে দিতে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় থাকতে পারে একের পর এক তারকাদেদের নামও। মোট ১০ জন প্লেয়ার রিলিজ করতে পারে নাইটরা।
advertisement
4/7
কেকেআরের রিলিজ করার তালিকায় থাকতে পারে কুইন্টন ডিককেক নাম। ৩.৬ কোটি টাকা দিয়ে কিনলেও আশানরুপ পারফরম্যান্স করতে পারেনি প্রোটিয়া তারকা। মরশুমে করেছিলেন ১৫২ রান। আরেক উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে রিলিজ করতে পারে নাইটরা।
কেকেআরের রিলিজ করার তালিকায় থাকতে পারে কুইন্টন ডিককেক নাম। ৩.৬ কোটি টাকা দিয়ে কিনলেও আশানরুপ পারফরম্যান্স করতে পারেনি প্রোটিয়া তারকা। মরশুমে করেছিলেন ১৫২ রান। আরেক উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে রিলিজ করতে পারে নাইটরা।
advertisement
5/7
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রভম্যান পাওয়েল ২ ম্যাচে করেছেন মাত্র ৫ রান, গড় ৫। তাকে কেকেআর ১.৫ কোটি টাকায় কিনেছিল। ফলে তাকেও ছেড়ে দিতে পারে কলকাতা। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে ২.৮ কোটি টাকায় কিনেছিল কেকেআর এই পেসার ৪ ম্যাচে নিয়েছেন মাত্র ১টি উইকেট। ফলে তাকেও রিলিজ দিতে পারে নাইটরা।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রভম্যান পাওয়েল ২ ম্যাচে করেছেন মাত্র ৫ রান, গড় ৫। তাকে কেকেআর ১.৫ কোটি টাকায় কিনেছিল। ফলে তাকেও ছেড়ে দিতে পারে কলকাতা। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে ২.৮ কোটি টাকায় কিনেছিল কেকেআর এই পেসার ৪ ম্যাচে নিয়েছেন মাত্র ১টি উইকেট। ফলে তাকেও রিলিজ দিতে পারে নাইটরা।
advertisement
6/7
সবথেকে উল্লেখযোগ্য নাম হল ভেঙ্কটেশ আইয়ার। এই অলরাউন্ডার ৭ ম্যাচে করেছেন ১৪২ রান, গড় ২০.২৮। ২০২৫ সালের মেগা নিলামের আগে কেকেআর তাকে ছেড়ে দিলেও পরে তারা তাকে ফের কিনে নিয়েছিল ২৩.৭৫ কোটি টাকায়। এবার তাকে রাখার সম্ভাবনা কম।
সবথেকে উল্লেখযোগ্য নাম হল ভেঙ্কটেশ আইয়ার। এই অলরাউন্ডার ৭ ম্যাচে করেছেন ১৪২ রান, গড় ২০.২৮। ২০২৫ সালের মেগা নিলামের আগে কেকেআর তাকে ছেড়ে দিলেও পরে তারা তাকে ফের কিনে নিয়েছিল ২৩.৭৫ কোটি টাকায়। এবার তাকে রাখার সম্ভাবনা কম।
advertisement
7/7
এছাড়াও অন্যান্য যাদের কেকেআর ছেড়ে দিতে পারে তারা হলেন, চেতন সাকারিয়া, এনরিখ নকিয়া, অনুকূল রায়, শিবম শুকলা ও মইন আলি। যদিও এখনও সরকারিভাবে কিছু জানায়নি নাইটরা। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় কেকেআর, সেটাই দেখার।
এছাড়াও অন্যান্য যাদের কেকেআর ছেড়ে দিতে পারে তারা হলেন, চেতন সাকারিয়া, এনরিখ নকিয়া, অনুকূল রায়, শিবম শুকলা ও মইন আলি। যদিও এখনও সরকারিভাবে কিছু জানায়নি নাইটরা। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় কেকেআর, সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement