মুম্বই থেকে ওড়ার পরই মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা! রবিবার জরুরি অবতরণ করল স্পাইসজেটের বিমান
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মুম্বই থেকে কলকাতাগামী স্পাইসজেটের SG670 ফ্লাইটের ইঞ্জিন বিকল হলে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ হয়, যাত্রীদের কোনও ক্ষতি হয়নি.
কলকাতা: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্পাইসজেটের বিমান। সূত্রের খবর, মুম্বই থেকে উড়ে আসা বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় সিদ্ধান্ত নেন পাইলট। দুর্ঘটনা এড়াতেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হয়েছে।
রবিবার রাতে, স্পাইসজেটের একটি বিমানের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত বিমানটিকে নিরাপদে কলকাতায় অবতরণ করতে সক্ষম হন। কোনও বড় ক্ষতি হয়নি।
advertisement
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে রবিবার রাতে স্পাইসজেটের SG670 ফ্লাইটটি মুম্বই থেকে কলকাতা আসার সময় ইঞ্জিন মাঝআকাশে বিকল হয়ে যায়। কর্তৃপক্ষকে ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে পাইলটের অনুরোধ গ্রহণ করে। কলকাতা বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরের আশেপাশের এলাকার স্থানীয়রা বিমানটিকে খুব নীচু দিয়ে উড়তে দেখেন। বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের ওই ফ্লাইটটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল রবিবার। কলকাতা আসার পথে পাইলট বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে পরিস্থিতির কথা জানান। এরপর পূর্ণাঙ্গ জরুরি অবস্থা জারি করা হয় বিমানবন্দরে। অবতরণের পরপরই কর্তৃপক্ষ সম্পূর্ণ জরুরি অবস্থা তুলে নেয়। স্পাইসজেট এখনও ইঞ্জিনের ত্রুটির কারণ প্রকাশ করেনি তবে জানিয়েছে যে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 9:33 AM IST

