East Bardhaman News: ফ্ল্যাট ফাঁকা থাকলেই বিপদ! বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে ফের চুরি, দু'টি ফ্ল্যাটের তালা ভেঙে চলল লুঠ

Last Updated:
East Bardhaman News: বাড়িতে কেউ না থাকার সুযোগে দু'টি ফ্ল্যাটের তালা ভেঙে চুরি। যদিও এই প্রথম নয়, এর আগেও বর্ধমানের এই উপনগরীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।
1/6
ফাঁকা ফ্ল্যাট থাকলেই চুরি হচ্ছে! কিন্তু ফ্ল্যাট ফাঁকা রয়েছে কীভাবে জানছে চোরেরা? প্রশ্ন আবাসিকদের। এবার দু'টি ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হল। পাশাপাশি ফ্ল্যাটের গ্যারেজ থেকে চুরি হয়েছে সাইকেল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে হানা দেয় চোর। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় আবাসিকেরা। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
ফাঁকা ফ্ল্যাট থাকলেই চুরি হচ্ছে! কিন্তু ফ্ল্যাট ফাঁকা রয়েছে কীভাবে জানছে চোরেরা? প্রশ্ন আবাসিকদের। এবার দু'টি ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হল। পাশাপাশি ফ্ল্যাটের গ্যারেজ থেকে চুরি হয়েছে সাইকেল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে হানা দেয় চোর। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় আবাসিকেরা। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/6
বর্ধমানের রেনেসাঁ উপনগরী এলাকায় ঘটনাটি ঘটেছে। আবাসিকদের অভিযোগ, বারবার উপনগরী কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের রেনেসাঁ উপনগরীর অশ্বিনী ২বি ও ফাল্গুনী ২-এর দু'টি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও অশ্বিনী ৫ ও শিপ্রা থেকে সাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ আবাসিকদের।
বর্ধমানের রেনেসাঁ উপনগরী এলাকায় ঘটনাটি ঘটেছে। আবাসিকদের অভিযোগ, বারবার উপনগরী কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের রেনেসাঁ উপনগরীর অশ্বিনী ২বি ও ফাল্গুনী ২-এর দু'টি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও অশ্বিনী ৫ ও শিপ্রা থেকে সাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ আবাসিকদের।
advertisement
3/6
তবে এই প্রথম নয়, এর আগেও ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে রেনেসাঁ উপনগরীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কীভাবে জানতে পারছে কোন কোন ফ্ল্যাট ফাঁকা? সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে? প্রশ্ন আবাসিকদের।
তবে এই প্রথম নয়, এর আগেও ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে রেনেসাঁ উপনগরীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কীভাবে জানতে পারছে কোন কোন ফ্ল্যাট ফাঁকা? সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে? প্রশ্ন আবাসিকদের।
advertisement
4/6
অশ্বিনী ২বি-এর বাসিন্দা সুশীল পাল গত ৭ নভেম্বর তাঁর মায়ের শারীরিক অসুস্থতার কারণে দেশের বাড়ি যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, রবিবার সকালে প্রতিবেশী তাঁকে ফোন করে জানায়, ফ্ল্যাটের তালা ভাঙা। ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং আলমারি ভেঙে সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বাড়িতে থাকা নগদ ৯৫ হাজার টাকা ও ৯ ভরির সোনার গয়না নিয়ে চোরেরা পালিয়েছে বলে দাবি তাঁর।
অশ্বিনী ২বি-এর বাসিন্দা সুশীল পাল গত ৭ নভেম্বর তাঁর মায়ের শারীরিক অসুস্থতার কারণে দেশের বাড়ি যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, রবিবার সকালে প্রতিবেশী তাঁকে ফোন করে জানায়, ফ্ল্যাটের তালা ভাঙা। ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং আলমারি ভেঙে সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বাড়িতে থাকা নগদ ৯৫ হাজার টাকা ও ৯ ভরির সোনার গয়না নিয়ে চোরেরা পালিয়েছে বলে দাবি তাঁর।
advertisement
5/6
অন্যদিকে ফাল্গুনী ২-এর বাসিন্দা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় কর্মসূত্রে জেলার বাইরে রয়েছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই দিনে এই ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে। প্রতিবেশীদের দাবি, শব্দ শুনতে পেয়ে তাঁরা বেরিয়ে দেখেন বেশ কয়েকজন চোর পালিয়ে যাচ্ছে।
অন্যদিকে ফাল্গুনী ২-এর বাসিন্দা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় কর্মসূত্রে জেলার বাইরে রয়েছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই দিনে এই ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে। প্রতিবেশীদের দাবি, শব্দ শুনতে পেয়ে তাঁরা বেরিয়ে দেখেন বেশ কয়েকজন চোর পালিয়ে যাচ্ছে।
advertisement
6/6
রাবেয়া সুলতানা নামে এক প্রতিবেশী বলেন, শব্দ শুনে বেরোতে গিয়ে তিনি দেখেন তাঁর দরজা বাইরে থেকে বন্ধ। তিনি যাতে বাইরে বেরোতে না পারেন, তাই তাঁর ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আবাসিকদের দাবি, এর আগেও রেনেসাঁ উপনগরীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্বেও কোনও সুরাহা হয়নি। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
রাবেয়া সুলতানা নামে এক প্রতিবেশী বলেন, শব্দ শুনে বেরোতে গিয়ে তিনি দেখেন তাঁর দরজা বাইরে থেকে বন্ধ। তিনি যাতে বাইরে বেরোতে না পারেন, তাই তাঁর ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আবাসিকদের দাবি, এর আগেও রেনেসাঁ উপনগরীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্বেও কোনও সুরাহা হয়নি। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement