Kolkata Bhutan Bus Service: ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Kolkata Bhutan Bus Service: ডুয়ার্স পর্যটকদের জন্য সুখবর! ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত শুরু হলো অত্যাধুনিক এসি ভলভো বাস। দেখে নিন ভাড়া ও সময়সূচি
কালচিনি, অনন্যা দে: জয়গাঁ থেকে কলকাতা যাওয়া হল সহজ। এমনকি ডুয়ার্স এলাকার পর্যটন কেন্দ্রগুলি এক নজরে এই যাত্রাপথে দেখে নিতে পারবেন আপনি। এবারে ভলভো বাসে চেপে জয়গাঁ থেকে কলকাতা যেতে পারবেন আপনি। এমন আরামদায়ক যাত্রা এই প্রথমবার উপভোগ করতে পারবেন আপনি। শুরু হয়ে গিয়েছে এসি ভলভো বাস পরিষেবা।
ডুয়ার্সের বুক চিরে চলবে এই অত্যাধুনিক ভলভো বাস। স্লিপার, বায়ো টয়লেট, শীততাপনিয়ন্ত্রিত বাস এটি। ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁ থেকে বিকেল ৪টার সময় ছাড়বে এই বাস। জলদাপাড়ায় – ৪.৩০, বীরপাড়া বাইপাস – ৪.৫০, নাগরাকাটা – ৫.৩০, চালসা – ৫.৫০, লাটাগুড়ি – ৬.৩০, ময়নাগুড়ি – ৬.৫০ তারপর শিলিগুড়ি বাইপাস নৌকা ঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে চলে যাবে বাসটি।
advertisement
আরও পড়ুন: লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও
ডুয়ার্স পর্যটনের ক্ষেত্রে এই বাস আলোড়ন ফেলে দেবে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। এরপর পর্যটকদের সুবিধার্থে নতুন কিছু স্টপেজ সংযোগ করা হবে বলে জানা গিয়েছে। ৩৬টি সিট রয়েছে বাস। জয়গাঁ থেকে কলকাতার ভাড়া ২০০০ টাকা। সমস্ত টিকিট অনলাইন বুকিং-এর মাধ্যমে মিলবে। যারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন থেকে পকেটের টাকা বেশি খরচ করে গাড়ি ভাড়া করে ডুয়ার্স ঘুরতে আসতেন। এবারে তারা নৌকাঘাট মোড়ে এলেই এই বাস ধরতে পারবেন। এই বাসে একবার চড়ে গেলে আর চিন্তা নেই। মিলবে বাসেই খাওয়া। ৫ বছরের নিচের শিশুদের টিকিটের টাকা লাগবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: মা আর দাদু ছিল বাড়িতে, তার মাঝেই নিখোঁজ ৭ মাসের শিশুকন্যা! ১০ ঘণ্টাতেই অপরাধ ফাঁস করল পুলিশ
পর্যটন বিশেষজ্ঞ সম্রাট সান্যাল জানান, “শিলিগুড়ির পর আলিপুরদুয়ার জেলার জয়গা থেকে এই অত্যাধুনিক বাস পরিষেবা চালু হল। ভুটানে যেমন পর্যটকরা আসবেন তেমন ডুয়ার্স এলাকাতেও পর্যটক আসবেন। ট্রেন টিকিটের চিন্তা দূর হবে পর্যটকদের।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
November 10, 2025 9:55 AM IST
