Alipurduar News: মা আর দাদু ছিল বাড়িতে, তার মাঝেই নিখোঁজ ৭ মাসের শিশুকন্যা! ১০ ঘণ্টাতেই অপরাধ ফাঁস করল পুলিশ
- Published by:Satabdi Adhikary
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
টানটান উত্তেজনা, এই ঘটনা যে কোনও থ্রিলার ছবির প্লটকে হার মানাবে। আলিপুরদুয়ার শহরে শিশু উধাও হয়ে যাওয়ার আসল ঘটনা শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও।
আলিপুরদুয়ার, অনন্যা দে: টানটান উত্তেজনা৷ এই ঘটনা যে কোনও থ্রিলার ছবির প্লটকেও হার মানাবে। আলিপুরদুয়ারে শিশু উধাও হয়ে যাওয়ার ঘটনার পিছনে পরতে পরতে ছিল রহস্য৷ সেই রহস্যের জাল ছিঁড়ে আসল ঘটনা তুলে আনল পুলিশ৷
আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চ্যাচাখাতা এলাকা৷ ঘণ্টা দশেক আগে এই ঘটনারই একটি বাড়িতে হুলস্থূল পড়ে যায়৷ জানা যায়, দাদু ও মা থাকা অবস্থাতেই বাড়ি থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় সাত মাসের শিশুকন্যা৷ ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে বেশ কিছু সন্দেহজনক তথ্য৷ এরপরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে একাধিক দল তৈরি করে ঘটনার রহস্য উন্মোচনের জন্য তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
advertisement
রাত হতেই ঘুরে যায় তদন্তের মোড়। উধাও হওয়া শিশুকন্যার মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে বেশ কিছু বিষয়ে সন্দেহ জাগে পুলিশের। এরপরেই পুলিশ নিখোঁজ শিশুর মা’কে সন্দেহ করে তদন্তের অগ্রগতি বাড়ায়। টানা ১০ ঘণ্টা শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করার পরে, আসে সেই মর্মান্তিক স্বীকারোক্তি৷
advertisement
জানা গিয়েছে, ওই পরিবারে দীর্ঘদিন ধরেই একের পর এক অশান্তি চলত৷ তাতেই নিজের সাত মাসের শিশুকন্যাকে নিজের হাতে খুন করে তারই মা পুজা দে ঘোষ৷ শিশুর মাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনের এক পুকুরের ধার থেকে ওই উধাও হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায়, মৃত শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুর দেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 08, 2025 2:05 PM IST

