লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও 

Last Updated:

সে এক বিরাট যুদ্ধ। অন্য লেপার্ডের তাড়া খেয়ে গাছের মগ ডালে এক লেপার্ড। গাছে তো উঠে গিয়েছে সে কিন্তু নেমে আসার রাস্তা নেই।ফলে গাছের ডালে বসেই কান্না জুড়লো লেপার্ড। যা শুনে বন দফতরে খবর দিল বাসিন্দারা। 

+
লেপার্ড

লেপার্ড

ফালাকাটা, অনন্যা দে: সে এক বিরাট যুদ্ধ। অন্য লেপার্ডের তাড়া খেয়ে গাছের মগ ডালে এক লেপার্ড। গাছে তো উঠে গিয়েছে সে কিন্তু নেমে আসার রাস্তা নেই। ফলে গাছের ডালে বসেই কান্না জুড়লো লেপার্ড। যা শুনে বন দফতরে খবর দিল বাসিন্দারা।
গাছের মগ ডালে লেপার্ড। নামতে না পেরে গর্জনের সঙ্গে করুণ সুরে কান্না জুড়লো সে। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর এক গ্ৰাম পঞ্চায়েত এলাকার। গতকাল গভীর রাতে এলাকার বাসিন্দা শিবপ্রসাদ রায়ের বাড়ির পেছনে একটি গাছে লেপার্ড উঠে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা জলদাপাড়া বন বিভাগের দলগাঁও রেঞ্জে খবর দেয়।ঘটনাস্থলে বনকর্মীরা পৌছায়। জানা যায় লোকালয় সংলগ্ন জঙ্গলে রাতের দিকেই দুটি লেপার্ডের গর্জন শুনেছিল এলাকাবাসীরা। আতঙ্কে ঘরবন্দী হয়েছিলেন তারা।
advertisement
advertisement
কিন্তু এরপরেই বাড়ির সামনে থেকে লেপার্ডের আওয়াজ শুনে সাহস করে তারা ঘটনা দেখতে বের হন। এরপরেই মগ ডালে লেপার্ডটিকে বসে থাকতে দেখেন তারা। নামতে না পেরে সেটি গর্জন করছিল। বন কর্মীদের খবর দেওয়া হয়। ততক্ষনে এলাকায় জমে গিয়েছে মানুষের ভিড়। লেপার্ডের ছবি তুলতে ব্যস্ত হয়ে পরে সকলে। বন কর্মীরা ভিড় সরিয়ে দিতে থাকেন।
advertisement
বন কর্মীরা বন্দুক দেখাতেই লেপার্ডটি নিজে গাছ থেকে লাফিয়ে নেমে পরে।জঙ্গলের দিকে চলে যায় সেটি বলে জানা যায়। বনদফতরের থেকে এলাকায় খাঁচা বসানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও 
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement